1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:০৪ অপরাহ্ন
সর্বশেষ খবর

পাকিস্তানে ৪ নারী এনজিওকর্মী খুনের সঙ্গে জড়িত জঙ্গিনেতাকে হত্যা

নিজস্ব সংবাদদাতা
  • বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা চার নারী এনজিওকর্মী খুনের সঙ্গে জড়িত এক জঙ্গিনেতাকে মঙ্গলবার গুলি করে হত্যা করেছেন।

পাক সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, হাসান ইলিয়াস সাজনা নামে তেহরিক-ই তালিবান পাকিস্তানের (টিটিপি) কমান্ডারকে আফগানিস্তানের সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানে অভিযান চালিয়ে হত্যা করা হয়েছে। খবর আনাদোলুর।

সোমবার পাকিস্তানের পূর্ব ওয়াজিরিস্তান জেলায় চার নারী এনজিওকর্মীকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। পুলিশ বলছে, পূর্ব ওয়াজিরিস্তানের মীর আলি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

ওয়াজিরিস্তানের পুলিশ জানিয়েছে, পূর্ব ওয়াজিরিস্তানের মীর আলিতে চার নারী এনজিওকর্মীকে বহনকারী গাড়িতে তেহরিক-ই তালিবান পাকিস্তানের বন্দুকধারী জঙ্গিরা গুলি চালিয়ে তাদের হত্যা করেছে। পূর্ব ওয়াজিরিস্তান আফগানিস্তান-পাকিস্তানের সীমান্তবর্তী একটি এলাকা।

নিহত ওই চার নারী বেসরকারি একটি এনজিওতে কাজ করতেন। এর পর ঘটনাস্থল থেকে হামলাকারী পালিয়ে যায়। হামলায় গাড়ির চালক আহত হন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৪ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব