দেশের পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।
ওই পোস্টে নুর প্রশ্ন রেখে বলেন, ‘পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে উঠছে, আরও হবে বলে আঁচ করা যাচ্ছে। এর দায় কার?’
তিনি আরও বলেন, ‘যারা জাতীয় সরকারের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে রাজনীতিবিদদের মাইনাস করে পছন্দের সার্কেল নিয়ে ‘যেমন খুশি তেমন সাজো’ মার্কা সরকার গঠন করেছেন তারাই এ পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায়ী থাকবেন। প্রতিবিপ্লব শুধু পরাজিতদের দ্বারা ঘটে না, বিজয়ীদের বিভাজিত অংশের দ্বারাও ঘটে!’
এদিকে, আজ বৃহস্পতিবার দুপুরে নুরুল হক নুরের নেতৃত্বে রাশেদ খানসহ ৮ সদস্যের একটি প্রতিনিধিদল ইসির সঙ্গে বৈঠকে বসেছে।