নানা কর্মসূচির মধ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস-২০২১ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
২৬ মার্চ (শুক্রবার) সকাল ৯টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা’র পাদদেশে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান ভাইস-চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট কাউন্সিল, শিক্ষক সমিতি, পবিপ্রবি ছাত্রলীগ, অফিসার্স এসোসিয়েশন, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু সমম্বয় পরিষদ, সেক্টর কমান্ডার্স ফোরাম, রূপালী ব্যাংক পবিপ্রবি শাখা, সৃজনী বিদ্যানিকেতন, কর্মচারী পরিষদ, উদীচী সাংস্কৃতিক গোষ্ঠি, বাঁধনসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পমাল্য অর্পণষ শেষে জয় বাংলা পাদদেশে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সম্মুখে শেষ হয়। এরপর একাডেমিক ভবনের সম্মুখে দেয়ালিকা উন্মোচন করেন ভাইস চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রফেসর মোহাম্মদ আলী এর সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। বিশেষ অতিথি ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর আ.ক.ম মোস্তফা জামান, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর আবুল কাসেম চৌধুরী, পবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম, অফিসার্স এসোসিয়েশনের প্রতিনিধি জসিম উদ্দিন বাদল, কর্মচারী পরিষদের সভাপতি মোজিবুর রহমান মৃধা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রফেসর ড. গোপাল সাহা। এছাড়া বাদ জুম’আ দোয়া এবং বিকালে কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।