পটুয়াখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত মেয়র কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে অনবদ্য ব্যাটিং করেছেন মোহাম্মদ আশরাফুল।
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ৫৫ বলে খেলেন ৬০ রানের ইনিংস। আশরাফুলের সঙ্গে ব্যাটিং করে ৩২ বলে ৬০ রানের ঝকঝকে ইনিংস খেলেন নুরুজ্জামান। আশরাফুল-নুরুজ্জামানের জোড়া ফিফটিতে ভর করে ঢাকা ক্রিকেট একাডেমির বিপক্ষে ২ উইকেটে ১৭২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে জাহিদ হোসেন বাচ্চু তালুকদার স্মৃতি সংসদ।
সোমবার পটুয়াখালী আবুল কাশেম স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ১৭৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১৯.৫ ওভারে ১৪৪ রানে অলআউট ঢাকা ক্রিকেট একাডেমি। ২৮ রানের জয়ে শিরোপা জিতে আশরাফুলদের জাহিদ হোসেন স্মৃতি সংসদ।
ফাইনালে ৩২ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন জাহিদ হোসেন স্মৃতি সংসদের নুরুজ্জামান। টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন প্রজন্ম আহসান হাবিব খান দলের তাহসিন।
প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে ১৬টি দল অংশ গ্রহণ করে।