1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
নেতানিয়াহুর জন্য হুমকি হয়ে উঠছেন এরদোয়ান - Dainik Deshbani
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগে বাধ্য হলেন দেশের তিন বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অফিস দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন : প্রেস সচিব ছাত্র আন্দোলনে ১০০ জন পুলিশে চাকরি পাচ্ছেন আহতদের মধ্যে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া ও পাল্টা ধাওয়া সচিবালয়ের গেটে প্রতিদিন ঘন কুয়াশায় বাইরে যাচ্ছেন, সুস্থ ও নিরাপদ থাকতে যেসব সতর্কতা মেনে চলবেন বোলারদের ওপর দিয়ে যাচ্ছে ঝড় তাই বড় বাউন্ডারি চাচ্ছে তামিম ফাঁস হয়েছে গেম চেঞ্জার ছবির নায়ক ও নায়িকা কিয়ারা আদভানির পারিশ্রমিক চট্টগ্রামে পুলিশ পরিদর্শক নেজামকে মারধর, ভিডিও ভাইরাল আল্লাহর ইচ্ছায় ফিলিস্তিনেও ন্যায়ের জয় হবে: এরদোগান

নেতানিয়াহুর জন্য হুমকি হয়ে উঠছেন এরদোয়ান

নিজস্ব সংবাদদাতা
  • সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েল ও তুরস্কের মধ্যে সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটে। দফায় দফায় উত্তপ্ত বাক্য বিনিময় করেন এরদোয়ান ও নেতানিয়াহু। এমনকি ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্নও করে তুরস্ক। তবে শক্তিশালী দেশদুটি কখনো সরাসরি সংঘাতে না জড়ালেও এবার সেই শঙ্কাই তৈরি হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যমটি বলছে, সিরিয়া ইস্যুতে এখন মুখোমুখী দাঁড়িয়ে আছেন এরদোয়ান ও নেতানিয়াহু। বাশার আল আসাদের পতনের পর দামেস্কের ক্ষমতা এখন বিদ্রোহীদের হাতে। তুরস্ক সেখানে নিজের একক উপস্থিতি নিশ্চিত করতে চাচ্ছে, যাকে নিজ স্বার্থের জন্য বড় হুমকি মনে করছে তেল আবিব।

গেল মাসে বাশার আল আসাদের পতনের ঘটে বিদ্রোহীদের হাতে। হায়াত তাহরির আল শামের নেতৃত্বাধীন বিদ্রোহীদের এই অভিযানে মদত জুগিয়েছে তুরস্ক। এরদোয়ানের ছকে বাশার আসাদ যখন দৃষ্টিসীমার বাইরে তখনই আবির্ভাব ঘটে ইসরায়েলের। সুযোগ বুঝে সিরিয়ার গুরুত্বপূর্ণ ও কৌশলগত অঞ্চল কব্জায় নেয় নেতানিয়াহুর বাহিনী। এরপরই ঘটে আসল বিপত্তি।

একদিকে ইসরায়েল যখন সিরিয়াকে দুর্বল করতে চাইছে, ঠিক তখন এরদোয়ান চাইছেন সিরিয়াকে আরও শক্তিশালী এবং দামেস্কে নিজের আধিপত্য আরও জোরালো করতে। তবে এই খেলায় এরদোয়ানের সামনে বড় বাধা কুর্দিরা। এরদোয়ান যে কুর্দিদের দমাতে চাইছেন, সেই কুর্দিদের পক্ষেই আওয়াজ উঠছে তেল-আবিবে।

তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার কুর্দিশাসিত অঞ্চলে নতুন একটি রাষ্ট্র গঠনের দাবি দীর্ঘদিনের। কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো এই দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েলসহ পশ্চিমা দেশগুলোর সমর্থন এবং অস্ত্র ও পায় তারা। তবে এরদোয়ান এটাকে তুরস্কের জন্য বড় হুমকি মনে করেন।

সিরিয়ায় আসাদের পতনের পর এরই মধ্যে মার্কিন বাহিনীর ছত্রছায়ায় থাকা কুর্দি সশস্ত্র গোষ্ঠী এসডিএফের সঙ্গে সংঘাতে জড়িয়েছে তুরস্ক। এসডিএফকে নিশ্চিহ্ন করতে এসএনএ ফ্রি লাইসেন্স দিয়েছে আঙ্কারা। আর এই প্রেক্ষিতে ইসরায়েল যখন এসডিএফ কে সমর্থন দিতে যাচ্ছে তখন দুই দেশের সেনাদের মধ্যে সরাসরি সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।

ইসরায়েলি একজন অধ্যাপক এফ্রাত আভিভের মন্তব্য প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট। সেখানে তিনি বলেছেন, এক দশকের বেশি সময় ধরে তেল আবিব ও আঙ্কারার সম্পর্কে তিক্ততা লক্ষ্য করা যাচ্ছে। কয়েক দফা কূটনৈতিকভাবে পরিস্থিতি প্রশমন করেছে দুই দেশ। কিন্তু তুরস্ক এখন ইসরায়েলের দরজায় পৌঁছে যাওয়ায় আঙ্কারা- তেল আবিবের সম্পর্কে আবারও অবনতি ঘটতে পারে।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৪ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব