1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ন

নিশো-মেহজাবিনের ‘গোলমরিচ’

নিজস্ব সংবাদদাতা
  • মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১

বাংলা নাটকের তুমুল জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। তাদের নাটক মানেই হিট। একসঙ্গে বহু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন তারা। সেই ধারবাহিকতায় এবার তারা জুটি বাঁধলেন ‘গোলমরিচ’ নামে একটি নাটকে। সিএমভির ব্যানারে ও রাজীব আহমেদের চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান।

এর গল্পে দেখা যাবে, আওয়াজ নামের এক যুবক রেল স্টেশনে নেমে কোনো রকমে ফোন ডায়াল করে কাঁধের চাপে কানে ধরে কথা বলার চেষ্টা করছিল। সঙ্গে দুই হাতে মানিব্যাগে খুলে পকেটের অবস্থা বোঝার চেষ্টা করছিল। ঠিক সেই সময়ে ঝড়ের মতো এসে ধাক্কা খায় নিতু নামের এক সুন্দরী যুবতী।

আওয়াজের কান থেকে ছিটকে পড়ে মোবাইল ফোনটি টুকরো টুকরো হয়ে যায় চোখের সামনে। নিতু সরি বলে পার পাওয়ার চেষ্টা করলেও খপ করে ধরে ফেলে আওয়াজ! ক্ষতিপূরণ ছাড়া কোনোভাবেই সে নিতুকে ছাড়বে না। ওদিকে নিতুর চট্টগ্রামগামী ট্রেনটা ধীরে ধীরে ছেড়ে যাচ্ছে। এদিকে আওয়াজও নাছোড়বান্দা!

এখান থেকেই মূলত শুরু হয় ‘গোলমরিচ’-এর অদ্ভুত গল্পটি। নাটকে আওয়াজ চরিত্রে নিশো এবং নীতু চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন। নির্মাতা রুবেল হাসান জানান, ‘ নতুন বছরের বিশেষ কাজ হিসেবে নির্মাণ করেছি ‘গোলমরিচ’। এর গল্প, অভিনয় এবং নির্মাণশৈলী- সবকিছুতেই নতুনত্ব আনার চেষ্টা করেছি।’

নাটকটি শিগগির সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বলেও তিনি জানান।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব