‘’দৈনিক দেশবানী’’একটি জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল। ইতোমধ্যে পাঠক সমাজে ব্যাপক জনপ্রিয় পাওয়া এই অনলাইন নিউজ পোর্টালে জেলা- উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে বেশ কিছু সংবাদদাতা বা প্রতিনিধি প্রয়োজন। আগ্রহী প্রার্থীদের আগামী ২০ এপ্রিল ২০২৪ ইং তারিখের মধ্যে আমাদের কাছে আবেদন করার অনুরোধ করছি।
আবেদনের ঠিকানা: দৈনিক দেশবাণী ২৯৯/২/এ, সোনারগাও রোড,ঢাকা-১২০৫
অথবা ইমেইল- dainikdeshbani.com@gmail.com / হোয়াটসঅ্যাপ- 01933-339500 / 01727-229038 ।
প্রতিটি তথ্য, ছবি এবং ভিডিও ফুটেজ দ্রুত সংগ্রহ করে অফিসে পাঠাতে সক্ষমরাই কেবল আবেদন করুন।
প্রার্থীর যোগ্যতা: এইচএসসি-সম্মাণ বা স্নাতোকোত্তর
আবেদন পাঠাতে আপনাকে যা করতে হবে :
* ছবিসহ জীবন বৃত্তান্ত পাঠাতে হবে আমাদের ই-মেইলে / হোয়াটসঅ্যাপ dainikdeshbani.com@gmail.com / 01933-339500 / 01727-229038
* সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে।
(কারণ যে ই-মেইল থেকে সিভি পাঠানো হাবে পুনারায় সেই ই-মেইলেই রিপ্লাই দেয়া হবে।)
* ই-মেইল অবশ্যই বিষয়-বস্তু অর্থাৎ এ লিখতে হবে, কোন জেলা / উপজেলা / ক্যাম্পাস প্রতিনিধি।
* আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে।
* পরিশ্রমী, মেধাবী, আগ্রহী, অভিজ্ঞ এবং নতুনদের ও অগ্রাধিকার দেয়া হবে।
* নিউজের পাশাপাশি প্রতিনিধিদের ভিডিও নিউজ পাঠাতে হবে।