1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন

নিবন্ধনের প্রথম দিনই ভোগান্তি, চট্টগ্রামে সুরক্ষা ওয়েবসাইট অচল

নিজস্ব সংবাদদাতা
  • বুধবার, ৭ জুলাই, ২০২১

করোনাভাইরাস নিয়ন্ত্রণে দেশে গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (৭ জুলাই) চালু করা হয়েছে টিকা পাওয়ার জন্য নিবন্ধন প্রক্রিয়ার ওয়েবসাইট ‘সুরক্ষা’। ওয়েবসাইট চালুর প্রথম দিনই সার্ভারে জটিলতা দেখা দিয়েছে। ফলে অনেকে ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানিয়েছেন।

অনেকে বলছেন, ১৫ থেকে ২০ মিনিট চেষ্টা করার পরও সুরক্ষা ওয়েবসাইট (www.surokkha.gov.bd)-এ প্রবেশ করতে পারছেন না। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরও স্বীকার করেছে।

সংস্থাটি থেকে জানানো হয়েছে, শুরুর দিকে একসঙ্গে অনেক মানুষ নিবন্ধন করার জন্য চেষ্টা করছে বিধায় এই জটিলতা তৈরি হয়েছে। সমস্যাটি সমাধানের জন্য চেষ্টা করা হচ্ছে। শুরুর দিকে একটু চাপ থাকবেই। তবে ধীরে ধীরে জটিলতা দূর হবে।

মো. সজীব বলেন, সকালে কয়েকবার সুরক্ষা ওয়েবসাইটে প্রবেশের জন্য চেষ্টা করেছি, কিন্তু প্রবেশ করতে পারিনি। টিকার জন্য নিবন্ধন করতে পারলে একটু স্বস্তি লাগতো।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে, প্রথম দফায় ১২ লাখ নিবন্ধিত মানুষ যারা এর আগে এক ডোজও টিকা পাননি এবং নতুন করে নিবন্ধন করেছেন যারা তারা আগামী সপ্তাহের শুরুতেই টিকাকেন্দ্রের নামসহ ফোনে এসএমএস পাবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র নাজমুল ইসলাম জানিয়েছেন, বিশাল পরিসরে গণটিকার নিবন্ধন শুরু হয়েছে। প্রথম দিকে একসঙ্গে অনেক মানুষ নিবন্ধনের চেষ্টা করলে একটু জটিলতা হয়। আমাদের বিশ্বাস- প্রাথমিকভাবে এই চাপ থাকলেও ধীরে ধীরে চাপ কমবে। এছাড়া আমরা এই জটিলতা সমাধানের জন্য চেষ্টা চালাচ্ছি।

এদিকে চট্টগ্রামে করোনার টিকা নিবন্ধনের ‘সুরক্ষা’র ওয়েবসাইটে প্রবেশ করতে না পারায় চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) টিকাদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন টিকা গ্রহণ করতে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে চমেক টিকাদান কেন্দ্রে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এদিন সকাল থেকে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে টিকা নিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন।

একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, টিকা দেয়ার জন্য নিবন্ধন করে প্রমাণপত্র সঙ্গে নিয়ে এসেছি। এরপরও আমাদের নিবন্ধন যাচাইয়ের কথা বলা হচ্ছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার জানিয়েছেন, সার্ভারে জটিলতা হওয়ায় শিক্ষার্থীদের টিকা দিতে সাময়িক অসুবিধা হচ্ছে। যেহেতু আমরা সার্ভার নিয়ন্ত্রণ করি না তাই সার্ভার স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের কিছু করার নেই।

টিকার জন্য নিবন্ধন করতে পারবেন যারা : এবার করোনা রোধে টিকা গ্রহণের জন্য করোনা মোকাবিলায় সামনের সারির যোদ্ধা, নির্বাচিত প্রতিনিধি, সিটি করপোরেশন ও পৌরসভার কর্মকর্তারা, সব ধর্মের প্রতিনিধি, মৃতদেহ সৎকারকাজে নিয়োজিত কর্মীরা, বিদ্যুৎ, গ্যাস, পানি, নিষ্কাশন ও ফায়ার সার্ভিসের প্রথম সারির কর্মকর্তা, রেলওয়ে স্টেশন, বিমানবন্দর, নৌবন্দর, স্থলবন্দরের কর্মচারীরা, সামরিক বাহিনীর সদস্য, জেলা-উপজেলায় জরুরি কাজে নিয়োজিত সরকারি কর্মচারী, ব্যাংক কর্মকর্তা ও কর্মচারী, জাতীয় দলের খেলোয়াড়, চিকিৎসা-সংশ্লিষ্ট বিভাগের ছাত্রছাত্রী, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ছাত্রছাত্রী, গণমাধ্যমকর্মী, স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারী, অনুমোদিত সরকারি-বেসরকারি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত অপরিহার্য কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা নিবন্ধন করতে পারবেন।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব