1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
নিজেদের দিনে যে কোনো দলকে হারাতে পারি : শান্ত - Dainik Deshbani
শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন

নিজেদের দিনে যে কোনো দলকে হারাতে পারি : শান্ত

Maharaj Hossain
  • বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশ ছাড়ার আগে শিরোপার স্বপ্নের কথা শুনিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। যদিও কাগজে কলমে সেটি করে দেখানো বা মাঠের খেলায় প্রমাণ করাটা কঠিনই। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষার মুখোমুখি টিম টাইগার্স।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ। ম্যাচের আগের দিন (বুধবার) অবশ্য বেশ ইতিবাচকই দেখাল বাংলাদেশ অধিনায়ককে।

দুবাইয়ে কাল রোহিত শর্মা-বিরাট কোহলিদের বিপক্ষে নামবে টাইগাররা। নিজেদের দিনে যে কোনো দলকে হারানোর সক্ষমতা রয়েছে বলে মনে করেন অধিনায়ক শান্ত। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক জানিয়েছেন দলের ব্যালেন্সের কথা। যদিও শান্ত এটাও বলেছেন যে প্রতিপক্ষ নিয়ে খুব বেশি না ভাবার কথা।

শান্ত বলছিলেন, ‘এই সংস্করণে আমাদের দলটা ব্যালান্সড। আমরা বিশ্বাস করি, এই টুর্নামেন্টে আমরা যে কোনো দলকে হারাতে পারি। সব দলই শিরোপা জয়ের সামর্থ্য রাখে। আর আমি এমন কেউ নই যে প্রতিপক্ষ নিয়ে খুব বেশি ভাবি। নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে আমরা যে কোনো দিন যে কোনো দলকে হারাতে পারি।’

ভারতের বিপক্ষে খেলার আগে শান্ত অবশ্য ২০২২ সালের সিরিজ জয়ের কথা টেনেছেন। যদিও পরক্ষণে জানালেন সেটা অতীত। ভারতের বিপক্ষে ম্যাচে অবশ্য পরিকল্পনা বাস্তবায়ন করার কথাতেই জোর দিচ্ছেন টাইগার অধিনায়ক।

তিনি বলছিলেন, ‘আপনি যদি খেয়াল করেন তাহলে ৮টি দলই ভালো মানের। ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ডের সঙ্গে ভালো স্মৃতি আছে, সাম্প্রতিক সময়ে আমরা বেশ কিছু ম্যাচও জিতেছি। গত বছর (আসলে ২০২২) ভারতের বিপক্ষে দেশের মাটিতে ভালো স্মৃতি আছে। কিন্তু সেটা এখন অতীত। আগামীকাল যদি ভালো খেলতে পারি আর পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তাহলে ভালো একটা ম্যাচ হবে।’

উইকেট ও কন্ডিশন নিয়ে শান্ত বলেন, ‘আমাদের (দুই ভেন্যুতেই) মানিয়ে নিতে হবে। এই উইকেট এত হাই স্কোরিং নয় পাকিস্তানের তুলনায়। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলেছি, অনুমান করতে পারি উইকেট কেমন হবে। যেখানেই খেলি উইকেট মানিয়ে নিয়ে খেলতে হবে। উইকেটকে কঠিন কিছু ভাবতে চাই না। ছেলেরা দুই ভেন্যুতেই ভালো করতে মরিয়া। যেখানেই খেলি অনেক সমর্থক আসেন। হারি বা জিতি। দর্শকরা খেলার অংশ। আশা করি কালও আসবেন, আমাদের সমর্থন করবেন।’

ভারতের জাসপ্রীত বুমরাহ না থাকা নিয়ে শান্ত বলেন, নির্দিষ্ট কাউকে নিয়ে আমি ভাবছি না। তাদের অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব