নিউজিল্যান্ড সফর মানেই টাইগারদের জন্য এক দুঃস্বপ্নের নাম। অতীতে যে দলকে তাদের ঘরের মাঠে হারাতে পারেনি, সেই দেশের জাতীয় দলকে প্রথমবার হারানোর স্বপ্নে সফরে গিয়ে বিপাকে বাংলাদেশ।
জাতীয় দলের তারকা অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত কুইন্সটাউনে ফিল্ডিং অনুশীলন করতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছেন। দলের স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ নিক লি জানিয়েছেন, মোসাদ্দেক ছাড়া দলের বাকি সবার ফিটনেস বেশ ভালো।
তিনি বলেছেন, সফরে এসে ক্রাইস্টচার্চে দুই সপ্তাহের কোয়ারেন্টিনের সময় সবাইকে হালকা ব্যায়াম করতে দেওয়া হয়েছিল। প্রথম সপ্তাহে সবাই রুমের মধ্যে হালকা ব্যায়াম করেছে। এরপর থেকে জিম ব্যবহার শুরু করেছে। পরের ধাপে রানিং আর স্কিল অনুশীলন শুরু হয়েছে। এভাবে এগোনোতে সবার ফিটনেসের অবস্থা বেশ ভালো।
মঙ্গলবার কুইন্সটাউনে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সেই দলে টাইগারর একাদশের হয়ে খেলবে নিউজিল্যান্ডের আনকোড়া পাঁচজন ক্রিকেটার। এরপর ডানেডিন যাবে টাইগাররা। ২০ মার্চ থেকে সেখানেই শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।
প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দল
তামিম একাদশ: তামিম ইকবাল, নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন ও নিউজিল্যান্ডের স্থানীয় দুই ক্রিকেটার।
নাজমুল একাদশ: লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রুবেল হোসেন ও নিউজিল্যান্ডের স্থানীয় তিন ক্রিকেটার।