মাঠের বাইরের ঘটনায় আলোচিত ক্রিকেটার নাসির হোসেন জাতীয় লিগের শুরুতেই দারুণ ব্যাটিংয়ের প্রদর্শনী দেখালেন। লিগ শুরু হওয়ার আগের দিন বলেছিলেন, এবারের আসরে ৮০০ বা ১ হাজার রান করতে চান। গতকাল ৯৩ রানে অপরাজিত থাকা নাসির আজ সকালেই তিন অংক ছুঁয়ে ফেলেছেন। এটি নাসিরের অষ্টম সেঞ্চুরি।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) রংপুর বিভাগের বিপক্ষে ৩৬৫ রানে গুটিয়ে যায় ঢাকা বিভাগ। নিজেদের প্রথম ইনিংসে খেলতে নেমে রংপুরের ব্যাটসম্যানরাও একের পর এক ব্যর্থতার পরিচয় দেন। সবার বিপরীতে দাঁড়িয়ে একাই দলের হাল ধরেন নাসির। শতক পূরণ করতে নাসিরের লেগেছে ২২০ বল।
প্রতিবেদন লেখার সময় রংপুরের সংগ্রহ ৮ উইকেটে ২১৫ রান। ২৩১ বলে ১০২ রানে ব্যাট করছেন নাসির। এর আগে বল হাতে ৫ ওভারে ১০ রানের খরচায় ঢাকা বিভাগের একটি উইকেটও শিকার করেছিলেন নাসির।