ময়মনসিংহ জেলার, নান্দাইল উপজেলায়, আচারগাওঁ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায়, ২২/১১/২০২১ ইং তারিখে,দুপুর ১২ ঘটিকার সময়, প্রভাষক মোঃ কাইসারুল আলম ফকির স্যারের উপস্থাপনায়, ২০২১ সালের আলিম পরিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই কোরআন তেলায়ত করেন অএ মাদ্রাসার আলিম পরিক্ষার্থী ছাত্র ।
উক্ত দোয়ার অনুষ্ঠানে সভাপতি হিসাবে আসন গ্রহণ করেন, আচারগাঁও ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ আব্দুল হাই সাহেব,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অএ মাদ্রাসার গর্ভনিংবডির সভাপতি, আলহাজ্ব শরাফ উদ্দীন ভূইয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাকচান্দা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, মাওঃ মোঃ আবুল মুনসুর সাহেব, এছাড়াও উপস্থিত ছিলেন
অএ মাদ্রাসার গর্ভনিংবডির সদস্য আশিকুর রহমান (কাজল), হেলাল উদ্দিন, ও অএ মাদ্রাসার
সকলশিক্ষার্থীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বিদায়ী বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মাওঃ মোঃ ছাইদুর রহমান সাহেব(আরবি),সহকারী অধ্যাপক মাওঃ মোঃ আনিসুল হক (আরবি), মোঃ আজহারুল ইসলাম ( প্রভাষক গণিত),মোছাঃ মাহফুজা আক্তার (প্রভাষক বাংলা), মাওঃমোঃ এমদাদুল্লাহ ( প্রভাষক আরবি), রসায়ন প্রভাষক আবুল কালাম ভূইয়া, ইংরেজি প্রভাষক মিন্টু কুমার সাহা, প্রভাষক জীববিজ্ঞান জাহাঙ্গীর কবির,সহকারী শিক্ষক নাসির উদ্দীন, মনোয়ার হোসেন,ফরিদ উদ্দীন ভূইয়া, নাজমা খাতুন, আয়েশা খাতুন, সাবিকুন্নাহার।এছাড়াও আলিম পরিক্ষার্থীদের পক্ষ থেকে ছাএ-ছাএীরা বক্তব্য দেন।
উল্লেখ্য, অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে মাদ্রাসাটি উপস্থিত। প্রতি বছর দাখিল, আলিম,ফাজিল পরিক্ষার শিক্ষার্থীদের রেজাল্ট নান্দাইল উপজেলার সবোর্চ্চ শিখড়ে।এ ছাড়াও অএ মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় অধ্যায়ন করছে।
সর্বশেষে, অধ্যাপক মাওঃ মোঃ আনিসুল হক হুজুরের সঞ্চালনায় দোয়া শেষ করে ২০২১ সালের আলিম পরিক্ষার্থীদেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় দেন।