নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ৪ মেম্বর প্রার্থী করছেন সম্প্রিতীর ভোট। এলাকার জনগণ,উন্নয়ন ও শান্তির সার্থে তারা শপথ নিয়েছেন যে,তারা কেউ কোন প্রকার প্রভাব বিস্তার করবেননা,কেউ কারো প্রতি বা কোন ভোটার অথবা কেন্দ্রে প্রভাব বিস্তার করবেননা। এমনকি ভোটের শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্রের প্রবেশমুখে একই সাথে পাশাপাশি বসে থাকবেন।
সরেজমিনে বৃহস্পতিবার ১০ টার দিকে হালসা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রবেশমুখে তাদের একই সাথে বসে থাকতে দেখা যায়। এমন ঘটনায় তাদের ঘিরে ছিলেন ভোটাররা।
ওই মেম্বর প্রার্থীরা হলেন মোরগ প্রতীক প্রার্থী আবুল কালাম আজাদ,তালা প্রতীকের আব্দুল মান্নান মন্ডল,লাটিম প্রতীকের খোরশেদ আলম ও ফুটবল প্রতীক প্রার্থী নূরুল ইসলাম লাম।
৪ প্রার্থী জানান,বুধবার বিকেল ৪ টায় তারা কেন্দ্রের সামনের দোকানে বসে এলাকার সার্থে সম্প্রীতির ভোট করবেন বলে শপথ নিয়েছেন। তারই ধারাবাহিকতায় এমন উদ্যোগ।
তাদের এমন উদ্যোগে খুশি সাধারণ ভোটাররা।
স্থানীয় মাহেষা গ্রামের আবু বকর,রবিউল ইসলাম,হাল সর মোজাম্মেল হোক, পারহালসার সৈয়দ মামুন অর রশিদ এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।হালসার মালেক শেখ জানান,ওই এলাকায় এমন উদ্যোগ নজিরবিহীন। তারা এমন শান্তির উদ্যোগে সন্তুষ্ট ও প্রভাবমুক্ত ভোটের পরিবেশ পেয়েছেন।