অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নাহিদ ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন উপদেষ্টাদের মধ্যে দফতর বণ্টন করেছেন। সে অনুযায়ী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব ওয়া হয়েছে উপদেষ্টা মাহফুজ আলমকে।
এর আগে, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তথ্য উপদেষ্টার দায়িত্ব ছাড়েন নাহিদ ইসলাম। গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল নাহিদ ইসলাম পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে আসবেন। নাহিদ ইসলামও বেশ কয়েকবার জানিয়েছিলেন পদত্যাগ করেই তিনি নতুন দলে যোগ দেবেন। মঙ্গলবার তার পদত্যাগের মধ্যদিয়ে সব জল্পনা কল্পনার অবসান হয়।
নাহিদ ইসলামের ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক আত্মপ্রকাশ করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম।