উজ্জ্বল রায, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইল জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। (১১ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত মাস্টার প্যারেডে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)। প্যারেড পরিচালনা করেন নড়াইল পুলিশ লাইন্স এর আর আই মোঃ আনোয়ার হোসেন। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার্স) এস এম কামরুজ্জামান পিপিএম সহ সকল থানার অফিসার ইনচার্জ এবং নড়াইল জেলা পুলিশের সকল ইউনিটের অফিসার ও ফোর্স। প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার প্যারেডে অংশগ্রহনকারি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু’ একথা পুঁথিতে নয় কাজেই প্রমাণ করতে হবে। ‘ভালো কাজের জন্য পুরস্কার, খারাপ কাজে তিরস্কার’ এই মর্মবাণী পুলিশের প্রতিটি কার্যক্রমে বহাল থাকবে বলে তিনি জানান। তিনি আরো বলেন, কোন পুলিশ সদস্য মাদকের সাথে সম্পৃক্ত আছে এমনটি প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সকলকে জঙ্গিবাদ, বাল্য বিবাহ, ইভটিজিংরোধে কাজ করার জন্য আহ্বান জানান এবং কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে প্রতিটি পুলিশ সদস্যকে একযোগে সজাগ দৃষ্টি রাখতে বলেন। পরিশেষে পুলিশ সুপার বলেন, সকল পুলিশ সদস্যদের শৃঙ্খলার মধ্যে থেকে ডিউটি করতে হবে, চাকরির ক্ষেত্রে ছুটি বা বেতন বা অন্য যেকোনো পারিবারিক বা ব্যক্তিগত সমস্যা থাকলে তা রোল কল বা কল্যাণ সভায় উপস্থাপন করতে হবে এবং সমাধান না হলে নিয়ম মেনে পুলিশ সুপারের সাথে দেখা করে জানাতে হবে। এছাড়া সকল পুলিশ সদস্যকে ইচ্ছানুযায়ি ফেসবুক বা অন্য কোনো মাধ্যমে মন্তব্য না লিখতে নির্দেশনা প্রদান করেন।