1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
ধূমকেতুটি দেখা যাবে এক লাখ ৬০ হাজার বছর পর - Dainik Deshbani
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজারে কাউন্সিলর হত্যা, নারীসহ আরও তিনজন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ধূমকেতুটি দেখা যাবে এক লাখ ৬০ হাজার বছর পর ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলে ফের শিক্ষার্থী সংযুক্তির সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর গ্রেপ্তার ২০২৪ সালে হজ্জ পালন করেছে ১ কোটি ৩০ লাখ মানুষ সব বিনিয়োগ সংস্থাকে এক ছাতার নিচে আনার নির্দেশ প্রধান উপদেষ্টার সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে নির্বাচন কখন হবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিশি গ্রেফতার চাঁদাবাজি, অপহরণ সহ বিভিন্ন ঘটনায় পেশাদার অপরাধীরা তৎপর, উদ্বেগ দেশে ফিরছেন বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক ৯ বছর পর

ধূমকেতুটি দেখা যাবে এক লাখ ৬০ হাজার বছর পর

Maharaj Hossain
  • মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

এক লাখ ৬০ হাজার বছরের মধ্যে প্রথমবারের মতো আগামী কয়েকদিনে বিশ্বের আকাশে এক উজ্জ্বল ধূমকেতু দেখা যাবে বলে জানিয়েছে নাসা।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থাটি বলেছে, এ ধূমকেতুর উজ্জ্বলতা নিয়ে ভবিষ্যদ্বাণী করা ‘খুবই কঠিন’। তবে ‘অ্যাটলাস সি/২০২৪ জি৩’ নামের ধূমকেতুটি খালি চোখে দেখার মতো যথেষ্ট উজ্জ্বল হবে।

সোমবার ‘পেরিহিলিয়ন’ বিন্দুতে ছিল ধূমকেতুটি। সূর্যকে কেন্দ্র করে কোনো মহাকাশীয় বস্তুর কক্ষপথের এই বিন্দুতে সূর্যের সবচেয়ে কাছে আসে। ধূমকেতুটির উজ্জ্বলতায়ও প্রভাব ফেলবে এটি। বিশেষজ্ঞরা বলছেন, সোমবার থেকে দেখা যাবে ধূমকেতুটি।

 

পৃথিবীর কোন কোন দেশের আকাশে ধূমকেতুটি দেখা যাবে এর সঠিক স্থানগুলো এখনও অজানা বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।

বিশেষজ্ঞরা বলছেন, শুক্র গ্রহের মতো উজ্জ্বল হতে পারে ধূমকেতুটি। পৃথিবীর দক্ষিণ গোলার্ধ থেকে সবচেয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করা যাবে এটি।

গত বছর এই ধূমকেতুর খোঁজ মেলে নাসার ‘অ্যাস্টরয়েড টেরেস্ট্রিয়াল-ইমপ্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম’-এ।

‘কিংস কলেজ লন্ডন’-এর ‘অ্যাস্ট্রোপার্টিকেল ফিজিক্স অ্যান্ড কসমোলজি’র গবেষক ড. শ্যাম বালাজি বলেছেন, “এর বর্তমান কক্ষপথের হিসাব থেকে ইঙ্গিত মিলেছে, সূর্য থেকে প্রায় ৮৩ লাখ মাইল দূর দিয়ে অতিক্রম করবে ধূমকেতুটি।” ফলে এটিকে ‘সান-স্কার্টিং’ বা সূর্য-আচ্ছাদিত ধূমকেতু হিসাবে শ্রেণিবদ্ধ করেছেন গবেষকরা।

ধূমকেতুটিকে এক লাখ ৬০ হাজার বছরের মধ্যে একবার ঘটে যাওয়া ঘটনা বলে বর্ণনা করেছে ‘কিংস কলেজ লন্ডন’।

ড. বালাজি বলেছেন, স্থানীয় আকাশের পরিস্থিতি ও ধূমকেতুর আচরণের উপর নির্ভর করে আগামী কয়েকদিনে ধূমকেতুটি দেখার সুযোগ মিলতে পারে।“সব ধূমকেতুর মতোই এর দেখা পাওয়া ও উজ্জ্বলতার বিষয়টি অনিশ্চিত হতে পারে।”

বালাজি বলেছেন, পূর্বাভাস বলছে ধূমকেতুটি সবচেয়ে ভাল পর্যবেক্ষণ করতে পারবেন পৃথিবীর দক্ষিণ গোলার্ধের বাসিন্দারা। এটি দেখার জন্য তাদের “সূর্যোদয়ের আগে পূর্ব দিগন্তের দিকে ও সূর্যাস্তের পরে পশ্চিম দিগন্তের দিকে লক্ষ্য রাখতে হবে”।

এটি ‘বেশ উজ্জ্বল’ হবে বলে ধারণা করা হচ্ছে। তবে বালাজি বলেছেন, ধূমকেতুর উজ্জ্বলতা সম্পর্কে পূর্বাভাস দেওয়া ‘একেবারেই অনিশ্চিত’। কারণ, ধূমকেতু নিয়ে এর আগে দেওয়া বেশিরভাগ পূর্বাভাসই খুব একটা খাটেনি।

যুক্তরাজ্য’সহ পৃথিবীর উত্তর গোলার্ধের বিভিন্ন দেশে বসবাসকারীদের জন্য সূর্যের আলোর কারণে ধূমকেতু দেখার বিষয়টি চ্যালেঞ্জিং হতে পারে।

এদিকে, ধূমকেতুটির গতিপথ অনুসরণ করছেন নাসার জ্যোতির্বিজ্ঞানীরা।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তোলা ধূমকেতুটির একটি ছবি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন নাসার নভোচারী ডন পেটিট।

তিনি লিখেছেন, “পৃথিবীর কক্ষপথ থেকে মনোমুগ্ধকর ধূমকেতু দেখার বিষয়টি সত্যিই অসাধারণ। অ্যাটলাস সি/২০২৪ জি৩ আমাদেরকে পরিদর্শন করতে আসছে।”

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব