অনেকটা ধীরে চলা নারায়ণগঞ্জগামী চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে গিয়ে এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম মো. আলামিন (১৬)। গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীর জুরাইন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলামিন ঢাকার কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাওদিত্ব গ্রামের রফিকুল ইসলাম লিটনের ছেলে আলামিন রাজধানীর শ্যামপুরের সবুজবাগে পরিবারের সঙ্গে থাকত।
বন্ধু জোবায়ের বলেন, আমরা দুজন জুরাইন রেলগেটের অদূরে শ্যামপুর বড়ইতলা এলাকায় দাঁড়িয়েছিলাম। এ সময় ট্রেনটি ধীরে চলছিল। এরপর হালকা থেমে ট্রেনটি আবার ছেড়ে দেয়। আলামিন ওই ট্রেনে উঠতে গিয়ে পড়ে গিয়ে মারাত্মক আঘাত পায়।
জোবায়ের বলেন, ‘আমি ওই সময় পাশে চিনাবাদাম কিনছিলাম। আর এর মধ্যেই ঘটনাটি ঘটে বলে কান্নায় ভেঙে পড়ে সে।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত বাচ্চু মিয়া বলেন, গুরুতর অবস্থায় আলামিনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টায় ছেলেটিকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে।
এভাবে ছেলের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না মা লিপি আক্তার। ঢামেক হাসপাতালে বুক চাপড়ে আহাজারি করছিলেন। বলছিলেন, ‘আমার ভালো ছেলে। বাসা থেকে জোবায়েরের সঙ্গে বেরিয়েছিল। এখন কে আমাকে মা বলে ডাকবে। এত বড় ক্ষতি যেন কারো না হয়…।