ঢাকার ধামরাইয়ে সরকারি কর্মকর্তা ফোরাম আয়োজিত র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামিউল হক এর নেতৃত্বে এ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি ও আলোচনা সভার প্রতিপাদ্য ছিল জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান শপথে সরকারি কর্মকর্তা ফোরাম। র্যালি শেষে সরকারি কর্মকর্তাদের নিয়ে অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনূষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামিউল হক, সহকারি কমিশনার(ভূমি) অন্তরা হালদার, উপজেলা প্রকৌশলী আব্দুল আজিজ, প্রাণি সম্পদ কর্মকর্তা সাইদুর রহমানসহ সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ। আলোচনা সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা গভীরভাবে স্মরণ করা হয়। আলোচনাকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বলেন, পৃথিবীর অন্যান্য দেশসহ মুসলিম অধ্যুষিত অনেক দেশে রয়েছে ভাস্কর্য। কুষ্টিয়ায় যারা জাতির পিতার ভাস্কর্য ভেঙ্গেছে তাদের কঠোর শাস্তি দাবি করা হয়।