1. msuzon.du@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. maharaj.cu@gmail.com : Maharaj Hossain : Maharaj Hossain
  3. rajib.du1415@gmail.com : Rajib Ahmed : Rajib Ahmed
  4. support@renexlimited.com : অনলাইন : Renex অনলাইন
ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায়, অভিযুক্ত সেই যুবক আটক - Dainik Deshbani
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৭:৩৪ অপরাহ্ন

ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায়, অভিযুক্ত সেই যুবক আটক

নিজস্ব সংবাদদাতা
  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

রাজধানীর ধানমন্ডির জিগাতলা এলাকায় প্রাইভেটকার পার্কিং করায় চাঁদা নেওয়ার ভাইরাল ভিডিওর যুবককে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) মধ্যরাতে তাকে আটক করে পুলিশ। ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

চাঁদা নেওয়ার ভাইরাল ভিডিওর সেই যুবকের নাম মো. আশরাফুল (২৩)। তার বাসা রাজধানীর হাজারীবাগ এলাকায়। গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রাগঞ্জ।

এর আগে, চাঁদা নেওয়ার সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, সাদা শার্ট পরা এক যুবক স্লিপ নিয়ে চাঁদা আদায় করছেন। চাঁদা আদায়ের এক পর্যায়ে প্রাইভেটকারের মালিকের সঙ্গে তর্কে জড়িয়ে যায় সেই যুবক। প্রাইভেটকারে বসা একজন ব্যক্তি ওই যুবককে মাস্তানি করা নিয়ে প্রশ্ন করলে উত্তরে ওই যুবক বলেন, ‘হ করতাছি, কোনো সমস্যা?’ এ সময় পাশে প্রাইভেটকার মালিকের স্ত্রী যুবকের নাম জানতে চান। উত্তরে ওই যুবক বলেন, ‘নাম দিয়ে কি হবে?’

এ ঘটনায় প্রাইভেটকারের মালিক বলেন, রাস্তার ওপর গাড়ি রাখছিলাম, ওরে চাঁদা দিলাম। এরপর আমি দেখতেছি। তোর নাম লাগবে না। ওর নাম আমি বের করে ফেলবো।

এরপর গাড়ির ভেতর থাকা ক্যামেরার দিকে তাকিয়ে চুল নাড়তে নাড়তে যুবক বলেন, ‘চেহারাটা সুন্দর করে আইছে? যদি একটা চুল বাঁকা করতে পারো কইরো।’

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব