সিলেট ও চট্টগ্রাম পর্বের পর বিপিএল ফিরে এসেছে মিরপুরে। আর মিরপুরে ফিরে এসেই প্রথম ম্যাচে নেমেই প্লে-অফ নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। চলতি আসরের ৩৩ তম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৮ উইকেটে পরাজিত করলো ফরচুন বারিশাল। আর এই জয়ে দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করলো তামিম ইকবালের দল।
রোববার (২৬ জানুয়ারি) মিরপুরে প্রথমে বোলিংয়ে নেমে সিলেটের একের পর এক ব্যাটারদের ফিরিয়ে ফাহিম আশরাফ তুলে নেন ৫ উইকেট, যা বরিশালের জন্য ম্যাচটি সহজ করে তোলে। সিলেট স্ট্রাইকার্স প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ১১৬ রান সংগ্রহ করতে পারে, এবং এরপর ১১৭ রানের লক্ষ্যে খেলতে নেমে বরিশাল নির্ধারিত ১৬ ওভারে ২ উইকেট হারিয়ে ম্যাচটি জিতে নেয়।
এদিনের ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ ছিল ফাহিম আশরাফের অবিশ্বাস্য বোলিং পারফরম্যান্স। মাত্র ৭ রান দিয়ে তিনি ৫ উইকেট তুলে নেন, যা বিপিএলে তার ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স। সিলেটের ব্যাটসম্যানরা, বিশেষ করে রনি তালুকদার, জাকার আলি, এবং কাদিম অ্যালেন দুর্বল প্রতিরোধের পরিচয় দেন এবং সিলেট দ্রুত ১১৬ রানে গুটিয়ে যায়।
বরিশালের ব্যাটিং ইনিংসে, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সঙ্গে অর্ধশতকের দারুণ পার্টনারশিপ গড়ে বরিশালকে জয়ের দিকে নিয়ে যান। সিলেটের বোলাররা কিছুটা চাপ তৈরি করলেও, তামিম ও মুশফিকের দৃঢ়তার কাছে তা তেমন কার্যকর হতে পারেনি।
এই দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ফাহিম আশরাফকে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ নির্বাচিত করা হয়।