প্রসঙ্গত যে, যুক্তরাষ্ট্রসহ বহির্বিশ্বের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম বলিষ্ঠ কন্ঠ বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদার প্রায় এক দশক স্বৈরাচার হাসিনার রোষানলে পড়ে প্রিয় মাতৃভূমিতে ফিরতে পারেননি। এই সময়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক পরিসরে শেখ হাসিনার কবল থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বড় ভূমিকা পালন করেছেন।
দীর্ঘ ৯ বছর পরে দেশে ফিরছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও ফ্লোরিডা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদার। সঙ্গে তার স্ত্রীও দেশে ফিরবেন।
আগামী শুক্রবার (১৭ জানুয়ারি) টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা বিমানবন্দর অবতরণ করবেন। সেখান থেকে সরাসরি তিনি শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যাবেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে ইমরানুল হক চাকলাদারসহ নেতারা ফাতেহা পাঠ ও মোনাজাত করবেন।
হাসিনামুক্ত বাংলাদেশে প্রত্যাবর্তনের মুহূর্তে ইমরানুল হক চাকলাদারকে তার জন্মভূমি মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টংগিবাড়ী) এলাকার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। ইমরানুল হক চাকলাদার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।