এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাকিস্তান মুসলিম লীগের (এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজের মেয়ে মেহেরুন নিসা। বর্তমানে তাকে দেশটির শরিফ মেডিকেল সিটিতে ভর্তির পর নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।
রবিবারের ওই দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়েছেন তিনি। দুর্ঘটনাটি কোথায় কীভাবে হয়েছে সে বিষয়ে পাকিস্তান মুসলিম লীগের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।
মাথায় চোটের কারণে মেহেরুন নিসাকে অস্ত্রোপচার করতে হয়েছে। তবে তিনি এখন শঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন পাকিস্তান মুসলিম লীগের মুখপাত্র আওরঙ্গজেব।
তিনি জানান, মেয়ের দুর্ঘটনার খবরে বিমর্ষ হয়ে পড়েছেন মরিয়ম। তিনি পূর্বনির্ধারিত হায়দরাবাদ সফর পিছিয়ে দিয়েছেন।
তিনি আরও জানান, অস্ত্রোপচারের পর মেহেরুন নিসার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তার জীবন নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানান চিকিৎসকরা।
সূত্র: ডন।