1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:২৮ পূর্বাহ্ন

দুমকিতে ইউপি নির্বাচনে স্বামী স্ত্রী লড়াই

সোহাগ হোসেন দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
  • বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

পটুয়াখালীর দুমকিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে স্বামীর বিপক্ষে প্রার্থী হয়েছেন স্ত্রী।

পাঙ্গাশিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে পর পর ছয়বারের নির্বাচিত মেম্বর স্বামী মো. আমিনুল ইসলামের (বারেক) বিরুদ্ধে ভোটযুদ্ধে নেমেছেন তার দ্বিতীয় পক্ষের স্ত্রী সানজিদা ইসলাম কোহিনূর। একই ওয়ার্ডে স্বামীর বিপক্ষে স্ত্রীর প্রার্থী হওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, পাঙ্গাশিয়া ইউপি নির্বাচনে ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য মো. আমিনুল ইসলাম বারেক মেম্বর (মোরগ) প্রতীক নিয়ে ৭ম বারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার বিপক্ষে এবার প্রার্থী হয়েছেন স্ত্রী সানজিদা কোহিনুর। তিনি (আপেল) প্রতীক নিয়ে স্বামীর বিরুদ্ধে ভোটের লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন।

তবে এতে মোটেই চিন্তিত নন স্বামী আমিনুল ইসলাম। তিনি বলেন, ভালো কাজ করেছি এবং সাধারণ মানুষের পাশে ছিলাম বলেই মানুষ আমাকে পর পর ছয়বার নির্বাচিত করেছেন। এবারেও বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।

তার বিরুদ্ধে স্ত্রীর প্রার্থী হওয়ার প্রশ্নের জবাবে তিনি বলেন, উনি এখন আর আমার স্ত্রী নন। অনেক আগেই তাকে ত্যাগ করেছি। সেই ক্ষোভে আমাকে সামাজিকভাবে হেয় করার জন্যই সে প্রার্থী হয়েছে।

অপরদিকে কোহিনুর বেগম বলেন, জনসমর্থন যাছাই করতেই প্রার্থী হয়েছি। এলাকায় ভোটারদের ব্যাপক সাড়া আছে।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব