1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
দুই-তিন মাসে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসবে : অর্থ উপদেষ্টা - Dainik Deshbani
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন
সর্বশেষ খবর
মোহাম্মদপুর থেকে নিখোঁজ কিশোরী সুবা উদ্ধার, আটক এক তরুণ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের লকার ফ্রিজ করতে গভর্নরকে দুদকের চিঠি সামরিক বিমানে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র খুলনায় বাবার জমি একাই ভোগ করতে চান পপি, বোনের জিডি ছাত্রদল নেতাকে বেধড়ক পেটালেন বিএনপির নেতাকর্মীরা ‘বিশ্ববিদ্যালয়ে সেই রকম ক্যাডার ছিলাম’ পরিচয় দিয়ে শিক্ষা কর্মকর্তাকে হুমকি মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প, নিশ্চিত করলো হোয়াইট হাউস দুই-তিন মাসে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসবে : অর্থ উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে : খন্দকার মোশাররফ আগামীকাল ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

দুই-তিন মাসে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসবে : অর্থ উপদেষ্টা

Maharaj Hossain
  • মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে আরও দুই-তিন মাস অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো সংকট হবে না। পর্যাপ্ত সরবরাহ রয়েছে।’

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও সময়ের কথা বলে তিনি বলেন, ‘এপ্রিলে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসবে। জুনে এর ভালো প্রভাব দেখা যাবে।’

চালসহ বিভিন্ন দরকারি পণ্যের সরবরাহ এখন থেকে আর কমতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, চাল, ডাল, সারসহ এ ধরনের অত্যাবশ্যকীয় পণ্যের আমদানি করা হচ্ছে। রমজানে প্রয়োজনীয় পণ্যের কোনো সংকট হবে না। মার্চে সংশোধিত বাজেটে ভ্যাট পর্যালোচনা করা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। এ সময় ফল আমদানিকারকদের দাবি অনুযায়ী ফলের বাড়তি শুল্ক প্রত্যাহার করা হবে না বলেও জানান অর্থ উপদেষ্টা।

অনেকেই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার সঙ্গে শ্রীলঙ্কার তুলনা করেন, তবে এটি ঠিক নয় বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, দেশের ৬০টি ব্যাংকের মধ্যে মাত্র ১২টি পুরোপুরি কার্যকর, বাকিগুলো খুঁড়িয়ে চলছে। এটিও বুঝতে হবে।

উল্লেখ্য, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত তথ্য অনুযায়ী, গত আড়াই বছরেরও বেশি সময় ধরে মাসভিত্তিক সার্বিক মূল্যস্ফীতি ৯ শতাংশের উপরে রয়েছে। গত ডিসেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি ১০ দশমিক ৮৯ শতাংশ। তবে একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৯২ শতাংশ। গত জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি ১৪ দশমিক ১০ শতাংশে উঠেছিল।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব