1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৬ অপরাহ্ন

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব সংবাদদাতা
  • বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

 

এ দুর্ঘটনার পরই স্থানীয় ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ করে দেয়

দিনাজপুর বিরল উপজেলার ফরক্কাবাদ ইউপি’র জয়নুল মুদিখানা সংলগ্ন সড়কে ট্রাকচাপায় ৩ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

বিরল ফায়ার সার্ভিস স্টেশন এর ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আজাহারুল ইসলাম জানান, বোচাগঞ্জ অভিমুখ থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে সঙ্গে ১৫০ সিসি টি্ভিএস এ্যাপাচী লাল রংয়ের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ ঘটলে ৩ জন ঘটনাস্থলেই নিহত হন।

নিহতরা হলেন, ফরক্কাবাদ ডাঙ্গাপাড়া গ্রামের বেলাল হোসেনের পুত্র লাজু ইসলাম (২৫), শরিফ উদ্দীন এর পুত্র মামুন হোসেন (৩০) ও মোজাম এর পুত্র আনোয়ার (৩০)। ফায়ার সার্ভিসের দিনাজপুর ও বিরল স্টেশনের যৌথ সহযোগিতায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার সাথে সাথে স্থানীয় জনতা যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও মোটরসাইকেল হেফাজতে নিয়ে পরিবারের নিকট লাশ হস্তান্তর করে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে। ট্রাক ও মোটরসাইকেল পুলিশের হেফাজতে নেয় এবং লাশ নিহতদের স্বজনের কাছে হস্তান্তর করেন।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৪ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব