1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ন

দামুড়হুদায় ভৈরব নদীতে অবেধ্য বাঁধ উচ্ছেদ করলেন উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আক্তার

নিজস্ব সংবাদদাতা
  • মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

দামুড়হুদায় উপজেলার সুবুলপুর গ্রামে ভৈরব নদীতে অবেধ্য বাঁধ অপসারণ করলেন উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আক্তার। গতকাল সোমবার দিনভর অভিযান চালিয়ে এ বাঁধ উচ্ছেদ করা হয়।
জানাযায়,দামুড়হুদা উপজেলায় বাস্তপুর রঘুনাথপুর সুবুলপুর গ্রামের কতিপয় অসাধু মাছ ব্যবসায়ী নদী ও ভৈরবে আড়াআড়ি ভাবে বাঁশের বাঁধ দিয়ে মাছ শিকার করে আসছিলো দীর্ঘদিন।এমন সংবাদ পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আক্তার ঘটনাস্থলে গিয়ে সুবুলপুর ভৈরব নদী থেকে ৫ টি বাঁধ অপসারণ করেন।ঘটনাস্থলে কোন জেলেকে না পাওয়ায় জরিমানা করা সম্ভব হয়নি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) সুদীপ্ত কুমার সিংহ, উপজেলা মৎস্য কর্মকর্তা আয়ুব আলি, ও দামুড়হুদা মডেল থানার একটি চৌকস টিম।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আক্তার বলেন, আমি এবং এ্যসিল্যান্ড সাহেব মাঝে মাঝে অভিযান পরিচালনা করে বাঁধ মালিককের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে। কিন্ত তারা আবারও ভৈরব নদীতে বাঁসের বাঁধ দিয়ে মাছ শিকার করে আসছে। তারই পরিপেক্ষিতে অভিযান পরিচালনা করে ৫ টি বাঁধ অপসারণ করা হয়।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব