ভোলায় পাচারের সময় অভিযান চালিয়ে ৩টি তক্ষক উদ্ধার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। উদ্ধারকৃত তক্ষকের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড দক্ষিণ জোনের কর্মকর্তা।
আজ সোমবার (৪ জানুয়ারি) দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের লে. কমান্ডার বিএন এম মেহেদী হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে কোস্টগার্ড।
কোস্টগার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান সাংবাদিকদের জানান, গতকাল রবিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে খেয়াঘাট ব্রিজ এলাকায় অবস্থান নেই। পরে মোটরসাইকেলে আসা দুইজন পাচারকারী আমাদের দূর থেকে দেখে ব্যাগভর্তি তিনটি তক্ষক ফেলে পালিয়ে যায়। ওই সময় আমরা তাদের ধরার চেষ্টা করলে পাচারকারীরা দ্রুত পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।
তিনি আরও জানান, উদ্ধারকৃত তক্ষক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।