1. msuzon.du@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. maharaj.cu@gmail.com : Maharaj Hossain : Maharaj Hossain
  3. rajib.du1415@gmail.com : Rajib Ahmed : Rajib Ahmed
  4. support@renexlimited.com : অনলাইন : Renex অনলাইন
তাপসীকে নিয়ে কীর্তির অভিমান - Dainik Deshbani
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
আইপিএলে না খেলেই বিদায় নিলেন কিউই তারকা বেঙ্গল গ্রুপ চেয়ারম্যানের গ্রেফতার নিয়ে তদবির: প্রশাসনে চাপ ও বিভ্রান্তি, আইনের শাসন প্রশ্নবিদ্ধ শুল্কের কারণে পোশাক রপ্তানিতে ধাক্কা, অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি শেখ হাসিনা ফ্যাসিস্ট, আমি নিজেই ৬ বছর চাকরি বঞ্চিত ছিলাম: তুরিন কক্সবাজারে জমি নিয়ে সংঘর্ষ, জামায়াত নেতাসহ নিহত ৩ হজ মৌসুমে কেন ভিসা নিষেধাজ্ঞা দেয় সৌদি এরদোয়ানের দলে যোগ দিলেন বিশ্বকাপজয়ী তারকা ওজিল এ বছরের মধ্যে নির্বাচন না দিলে আদায় করে নেব: ইশরাক পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ

তাপসীকে নিয়ে কীর্তির অভিমান

Maharaj Hossain
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫

বলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী তাপসী পন্নু ও কীর্তি কুলহারি। দুজনেরই অভিনয় দক্ষতা বছরের পর বছর মুগ্ধ করে যাচ্ছে দর্শকদের। তাদের জুটি বেঁধে অভিনয় করতেও দেখা গেছে।

২০১৬ সালে ‘পিঙ্ক’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় একসঙ্গে কাজ করেন তাপসী এবং কীর্তি। দর্শক প্রিয় সেই সিনেমা নিয়ে এবার তাপসীর প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন কীর্তি। খবর : ওটিটি প্লে

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এক সাক্ষাৎকারে ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘পিঙ্ক’ সিনেমার প্রচার প্রসঙ্গে কীর্তি বলেন, “সিনেমাটিতে যখন অভিনয় করি, তখন ইন্ডাস্ট্রিতে কে বড় বা কে ছোট এ সব জানতাম না। কিন্তু ‘পিঙ্ক’ আমাকে বড় এবং ছোট অভিনেতার মধ্যে পার্থক্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল।”

জানান, ‘পিঙ্ক’ সিনেমার প্রচারে যথেষ্ট জায়গা দেওয়া হয়নি তাকে। যা নিয়ে পালটা জবাবও দিয়েছেন তাপসী।

শুধু তাই নয় অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত এই সিনেমাটির যখন ট্রেলার মুক্তি পেয়েছিল তখনই নাকি হতবাক হন কীর্তি। পুরো ট্রেলারজুড়েই শুধু বলিউড তারকা অমিতাভ বচ্চন এবং তাপসীকেই জায়গা দেওয়া হয়।

কীর্তির এই অভিযোগ নিয়ে তাপসী পন্নু সম্প্রতি জবাব দিয়েছেন। তাপসী বলেন, ‘কীর্তির খারাপ লাগতেই পারে। কিন্তু সেটা আমি কীভাবে জানব! আমি জানলে নিশ্চয়ই ওর সঙ্গে কথা বলতাম। কিছু করার চেষ্টা করতাম।’

তাপসীর ভাষায়, ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘মিশন মঙ্গল’ সিনেমায় আবারও একসঙ্গে কাজ করেছিলেন তারা। তবে সেসময় কীর্তি এ প্রসঙ্গে তাকে কিছুই বলেননি। হয়তো তার সঙ্গে দূরত্ব তৈরি করে নিয়েছেন কীর্তি। কিন্তু কীর্তির সঙ্গে পেশাদারি মনোভাব নিয়েই কাজ করেছিলেন এই অভিনেত্রী। আগামী দিনেও এমনটাই করবেন তিনি।

এই সিনেমার গল্প তিন অবিবাহিত নারীর জীবনের গল্প নিয়ে এগিয়েছে। যেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন অমিতাভ বচ্চন।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব