ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন গ্রহণ সোমবার বিকাল ৫টা থেকে থেকে শুরু হয়েছে।এবার ঢাবিতে একটি বিভাগ ও ১৫টি আসন বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি ভর্তি পরীক্ষার পদ্ধতি, আবেদনের শর্ত ও দেশের আট বিভাগে ভর্তি পরীক্ষা নেওয়াসহ পরীক্ষার সার্বিক বিষয়ে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এদিন বিকালে অনলাইন ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এতে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরীক্ষার মানবন্টণ: ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেয়া হবে। শুধুমাত্র ‘চ’ ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের এমসিকিউ এবং ৬০ নম্বরের অংকন পরীক্ষা থাকবে। ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষা ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষা ৪৫ মিনিট অনুষ্ঠিত হবে। ‘চ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষা ৩০ মিনিট এবং অংকন পরীক্ষার সময় ৬০ মিনিট থাকবে।
পরীক্ষার সময়সূচি: ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ মে ২০২১ শুক্রবার, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ মে ২০২১ শনিবার, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ মে ২০২১ বৃহস্পতিবার, ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ মে ২০২১ শুক্রবার এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ০৫ জুন ২০২১ শনিবার ও অংকন পরীক্ষা ১৯ জুন ২০২১ শনিবার অনুষ্ঠিত হবে। ক, খ, গ, ও ঘ ইউনিটের পরীক্ষা সকাল ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ পর্যন্ত অনুষ্ঠিত হবে। চ ইউনিটের সাধারণ জ্ঞান (এমসিকিউ) পরীক্ষা সকাল ১১ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এবং অংকন পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বেড়েছে আবেদনের শর্ত: এবার ঢাবির আবেদনের ন্যূনতম শর্ত গতবছরের চেয়ে বাড়ানো হয়েছে। ভর্তিচ্ছু আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে ‘ক’ ইউনিটের জন্য মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮.৫ (আলাদাভাবে জিপিএ ৩.৫), ‘খ’ ইউনিটের জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮.০ (আলাদাভাবে ৩.০), ‘গ’ ইউনিটের জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮.০ ( আলাদাভাবে ৩.৫), ‘ঘ’ ইউনিটের জন্য বিজ্ঞান শাখার ক্ষেত্রে জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮.৫ (আলাদাভাবে ৩.৫), মানবিক ও বাণিজ্য শাখার ক্ষেত্রে জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮.০ (আলাদাভাবে ৩.০) এবং ‘চ’ ইউনিটের জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.০ (আলাদাভাবে জিপিএ ৩.০) থাকতে হবে।
আট বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা: এবার করোনার কারণে দেশের আট বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর এ জন্য সংশ্লিষ্ট বিভাগের প্রধান প্রধান বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষার আসন বিন্যাস ও পরীক্ষা কেন্দ্রগুলোর ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবেন। এছাড়াও শিক্ষার্থীদের সুবিধাজনক বিভাগে পরীক্ষা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিভাগের বাইরের শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের দুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা এবার ঢাকাসহ সব বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। পাশাপাশি বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষার ব্যবস্থাপনা করবে এবং স্ব স্ব ইউনিটের সমন্বয়কারীরা এর তদারকির দায়িত্বে থাকবেন।
নতুন বিভাগ আবহাওয়া বিজ্ঞান: ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া বিজ্ঞান নামে নতুন বিভাগ চালু হতে যাচ্ছে। আর এতে আসন সংখ্যা ১৫টি। ফলে এবার মোট আসন সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৭১৩৩টি।
এ বিষয়ে উপাচার্য বলেন, এ বছর ক-ইউনিটভুক্ত নতুন বিভাগ আবহাওয়া বিজ্ঞান বিভাগে ১৫জন শিক্ষার্থী ভর্তি করা হবে। তাই এ বছর মোট আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৭১৩৩টি। এর মধ্যে ক-ইউনিটে ১৮১০টি, খ-ইউনিটে ২৩৭৮টি, গ-ইউনিটে ১২৫০টি, ঘ-ইউনিটে ১৫৬০টি এবং চ-ইউনিটে ১৩৫টি আসন রয়েছে।
বেড়েছে ভর্তি ফি: চলতি বছর বাড়ানো হয়েছে ঢাবির আবেদন ফি। গতবছর আবেদন ফি ৪৫০ টাকা থাকলেও এবার ৬৫০ টাকা করা হয়েছে। পাশাপাশি এ বছর রাষ্ট্রায়ত্ত ৪টি ব্যাংক- সোনালী, অগ্রণী, জনতা এবং রূপালী ব্যাংক ছাড়াও অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি) এবং ইন্টারনেট ব্যাংকিং-এর মাধ্যমে ভর্তি পরীক্ষার ফি জমা দেওয়া যাবে।
ফি জমা দেওয়ার শেষ তারিখ ১ এপ্রিল ২০২১ বিকাল ৪টা পর্যন্ত। ১ মে ২০২১ শনিবার বিকাল ৩টা থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ৩০মিনিট আগ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ভর্তির বিস্তারিত তথ্য ওয়েব সাইট (https://admission.eis.du.ac.bd)এবং ভর্তির নির্দেশিকা থেকে জানা যাবে। ভর্তির বিজ্ঞপ্তি ইতোমধ্যেই বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশ করা হয়েছে।