রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের প্রার্থী
এডভোকেট বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির নানকের
গণসংযোগ চলাকালে “দুই গ্রুপের সংঘর্ষে চারজন আহত হয়েছেন”। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৪ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে নির্বাচনী গণসংযোগ ও মিছিলের পরে সমাপ্ত ঘোষণার মধ্যে, মোহাম্মদপুর থানার টাউন হল বাজার মসজিদের সামনে, আওয়ামী লীগের “দুই গ্রুপে সংঘর্ষের এই ঘটনা ঘটেছে”।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহফুজুল হক ভূঞা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “নির্বাচনী মিছিলে যুবলীগ ও ছাত্রলীগ এর দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে”। তবে পুলিশ যাওয়ার আগেই থেমে গেছে। এ ঘটনায় একজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তবে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা ১২ টার দিকে পূর্ব নির্ধারিত নির্বাচনী গণসংযোগের মিছিলে, আওয়ামী লীগের প্রার্থী এডভোকেট বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির নানকের সামনে “এক গ্রুপের সদস্যরা আরেক গ্রুপের সদস্যদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে”।
এতে “মিছিলের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়”। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয়রা বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছেন।
দুই গ্রুপের হামলায় ধারালো অস্ত্রের আঘাতে আহতরা হলেন- মো. মেরাজ, মো. সিয়াম, মো. বাপ্পি, মো. সৌরভ নামের ৪ (চার) ব্যক্তি।
তারা সবাই আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে। তবে কোন গ্রুপের সেটি নিশ্চিত হওয়া যায়নি।
মোহাম্মদপুর থানার ওসি মাহফুজুল হক ভূঞা বলেন, নির্বাচনী মিছিলে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তবে পুলিশ যাওয়ার আগেই থেমে গেছে। এ ঘটনায় একজনকে আটক করে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এবং পুলিশ ঘটনাস্থান থেকে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছেন, বলে জানান তিনি।
ঘটনার তদন্ত করে অন্যান্য অপরাধীকেও আইনের আওতা আনবেন বলে নিশ্চিত করেছেন।