স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি মোঃ শেখ ফরিদ হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক চান মিয়া সর্দার ও বাড্ডা গুলশান বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দুর নেতৃত্বে। “ডামি ভোটের নির্বাচন বাতিল, সরকারের পদত্যাগ” এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের ১ দফা দাবিতে বৃহস্পতিবার দুপুর ৩ টায় রাজধানীর শাহাদাতপুর ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের সামনে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়।
দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং নির্বাচন বর্জন ও সর্বাত্মক অসহযোগের সমর্থনে লিফলেট বিতরণ ও গণসংযোগ ঢাকা মহানগর উওরের বিএনপির জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন জনমত সৃষ্টির লক্ষ্যে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উওরের সভাপতি শেখ ফরিদ হোসেন ও যুগ্ন সাধারন সম্পাদক চাঁন মিয়া সরদার উপস্থিত হয়ে। বৃহস্পতিবার দুপুরে গুলশান শাহাদাতপুর জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
বৃহস্পতিবার দুপুরে গুলশান শাহাদাতপুর জনসাধারণের মাঝে লিফলেট বিতরণকালে সবাইকে “সরকার পতনের একদফা দাবিতে রাজপথে নামার আহ্বান জানান” স্বেচ্ছাসেবক দলের নেতারা।
অসহযোগ আন্দোলনের সমর্থনে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-সাধারণ সম্পাদক চান মিয়া সরদার দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা ব্যাপারে জনসাধারণের মধ্যে কথা বলেন।
এই সময় ঢাকা মহানগর উওরের স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন বলেন, ‘অবৈধ সরকার ও তার বংশবদ নির্বাচন কমিশন “দেশে ডামি ও তামাশার যে নির্বাচন আয়োজন করেছে, জনগণ তাতে সাড়া দিচ্ছে না”। তাই লোকজনকে ভোট কেন্দ্রে নিতে ক্ষমতাসীনরা মরিয়া হয়ে উঠেছে। “বাড়ি বাড়ি গিয়ে হুমকি-ধমকি দিচ্ছে”। “বাড়ি বাড়ি যেয়ে বলে আসছে ভোটের দিন কেন্দ্রে না গেলে নাকি খবর আছে”। সরকারকে বলে দিতে চাই, আপনাদের এসব সন্ত্রাসী হুমকিতে কোনো লাভ নেই। “জনগণ ডামি নির্বাচনে ভোট দিতে যাবে না”।’
তিনি আরো বলেন, “এলাকায় এলাকায় কোথাও কোনো ভোটের আমেজ কিংবা উৎসব নেই”। নেই মানুষের ভেতরে ভোট নিয়ে আলাপ-আলোচনা “সব যেন কেমন নীরবতা পালন করতেছে”। এলাকায় এলাকায় যখন নৌকার সমর্থনে মাইকে প্রচারণা চালায় “তখন মানুষ দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে”। তিনি বলেন, সাধারণ মানুষ বলে, “এটা ভোট না, এটা ৩০০ আসনে ভাগ-বাটোয়ারার নাটক মাত্র।”
এই সময় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে বলেন,
এই সময় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন উপস্থিতি বক্তব্য বলেন, আমরা চাই, “গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হোক”। আমরা সেজন্যই লড়াই করছি।
স্বাধীন দেশে স্বাধীনভাবে নিজের কাজ করতে চাই। কারো চাকর হয়ে থাকতে চাই না।’
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল গুলশান থানা ১৮ নং ওয়ার্ড আহবায়ক মোঃ মোবারক উল্লাহ ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সহ অন্যান্য নেতাকর্মীরা।