ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার আমিরাবাদ থেকে বলদাখাল পর্যন্ত ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
মাদকপাচারকারীরা বিপুল পরিমাণ মাদক ঢাকায় নিয়ে যাচ্ছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দির বলদাখালে চেকপোস্ট বসায়। এ সময় ঢাকাগামী সব ধরনের যানবাহন চলাচল আটকে দেওয়া হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত টানা দেড় ঘণ্টা যানবাহন আটকে তল্লাশি চলে। এতে মহাসড়কের আমিরাবাদ থেকে বলদাখাল পর্যন্ত ১০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বলে জানা গেছে।
ঢাকাগামী কাভার্ড ভ্যানচালক আসাদ বলেন, হঠাৎ করে যানজটে আটকে গেলাম। আজ প্রচণ্ড গরম। দেড় ঘণ্টা একই জায়গায় আটকে আছি। কখন গন্তব্যে পৌঁছাব জানি না।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. শাহাদাত হোসেন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্টের কারণে দেড় ঘণ্টার বেশি সময় ঢাকাগামী যান চলাচল বন্ধ রয়েছে। এ কারণে হঠাৎ করে যানজটের সৃষ্টি হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চলছে।