শুক্রবার (১১ অক্টোবর) রাজধানীর দক্ষিণখান বাজারে আয়োজিত এক মানববন্ধনে এ হুঁশিয়ারি দেন স্থানীয় বাসিন্দারা।
‘রোগী হাসপাতালে নিয়ে যাওয়ার রাস্তা চাই। ড্রেনের পানিতে সাতার কাটতে চাই না। এই ভোগান্তির শেষ কবে’— এমন ব্যানার-ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেন হাজারো মানুষ।
মানববন্ধনে দক্ষিণখান উত্তরখান সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক ইয়াছিন রানা বলেন, ২০১৬ সালে এই এলাকা ঢাকা উত্তর সিটির আওতায় আসার পর থেকে পরিপূর্ণভাবে উন্নয়ন কাজ বন্ধ ছিল। সিটি নির্বাচনের ছয় বছর পরে এসেও এখানের চিত্র বদলায়নি। বৃষ্টি হলেই পুরো এলাকা তলিয়ে যায়, হাটার মত অবস্থা থাকে না। সড়ক খনন নীতিমালা না মেনে সব রাস্তা একসঙ্গে কাটায় স্বাভাবিকভাবে মানুষ যাতায়াত করতে পারে না। অফিস করতে উত্তরা বা বিমানবন্দর যেতে রীতিমতো যুদ্ধ করতে হয়। কয়েক কিলোমিটার রাস্তা হেটে যেতে হয়।