বলিউড ডিভা শ্রীদেবীর মৃত্যুর তিন বছর পার হয়েছে। আর এরমধ্যেই শোনা যাচ্ছে, অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া-র সঙ্গে গাঁটছড়া বাঁধছেন শ্রীদেবীর প্রযোজক স্বামী বনি কাপুর। তবে অবাক হওয়ার কিছু নেই এই ঘটনা ঘটতে চলেছে নতুন সিনেমায়।
ডিম্পল কাপাডিয়ার সঙ্গে বনি কাপুরের গাঁটছড়া বাঁধার খবর সত্যি। আসলে এই গাঁটছড়া বাঁধার ঘটনাটা ঘটতে চলেছে রিল লাইফে, রিয়েলে নয়। ব্যক্তিগত জীবনে তিন মেয়ে জাহ্নবী ও খুশি, অংশুলা এবং এক ছেলে অর্জুন কাপুরকে নিয়ে ভালো আছেন বনি কাপুর।
পরিচালক লভ রঞ্জনের নতুন ছবিতে ডিম্পল কাপাডিয়ার স্বামীর ভূমিকায় অভিনয় করবেন বনি কাপুর। আর ছবিতে তাদের ছেলে হচ্ছেন রণবীর। তার বিপরীতে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। এই সিনেমায় অভিনয় করতে রাজি ছিলেন না বনি। তবে পরিচালক লভ রঞ্জনের অনুরোধে বাবাকে রাজি করানোর দায়িত্ব নেন জাহ্নবী আর অর্জুন। এরইমধ্যে সিনেমার সব কাজ শেষ হয়েছে এখন শুধু মুক্তির অপেক্ষা।