জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর নেতৃবৃন্দ বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে ইসলাম ও দেশপ্রেমি মানুষের কন্ঠ চেপে ধরা হয়েছে। বাকস্বাধীনতা হরন করা হয়েছে। অবিলম্বে এ কালো আইন বাতিল না করলে দেশের সবশ্রেণির জনগণকে সঙ্গে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
নেতৃবৃন্দ বলেন, ওয়াজ মাহফিল বাঙালি মুসলিম সংস্কৃতির ঐতিহ্য। কার ইশারায় বা কোন উদ্দেশ্যে সরকার ওয়াজ মাহফিলগুলোতে অঘোষিত নিষেধাজ্ঞা জারি করে রেখেছে তা আমাদের কাছে সুস্পষ্ট নয়। ওয়াজ মাহফিলের ওপর থেকে সব রকমের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য তারা সরকারের প্রতি জোর দাবি জানান।
সোমবার জাতীয় প্রেসক্লাব চত্বরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মাহানগরের উদ্যোগে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও ওয়াজ মাহফিলের ওপর থেকে সবরকমের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধনে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
ঢাকা মহানগর সভাপতি মাওলানা বেলায়েত হোসাইন আল ফিরোজীর সভাপতিত্বে ও সেক্রেটারী মুফতি আতাউর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জমিয়তে মহাসচিব মুফতি শেখ মুজিবুর রহমান, সিনিয়র যুগ্মমহাসচিব ড. মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, মুফতি রেজাউল করীম, মুফতি জাকির হোসাইন খান, নিজাম উদ্দিন আলো আদনান প্রমুখ।