জার্মানি থেকে প্রকাশিত ইউরোপের সর্বাধিক প্রচারিত নিউজ ম্যাগাজিন ‘ডের স্পিগেল’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং সদ্য অনুষ্ঠিত নির্বাচনে পরাজিত প্রার্থী ডনাল্ড ট্রাম্পকে “বর্ষসেরা পরাজিত” বলে অভিহিত করেছে। বৃহস্পতিবার প্রকাশিত একটি দীর্ঘ নিবন্ধে ম্যাগাজিনটি নির্বাচনে জো বাইডেনের কাছে ট্রাম্প নিজের পরাজয়কে প্রত্যাখ্যান করারও সমালোচনা করেছে।
এ নিয়ে নিউজউইক, বিজনেস ইনসাইডারসহ অন্যান্য গণমাধ্যম বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে।
একেবারে শুরুতেই ডের স্পিগেল লিখেছে, ডনাল্ড ট্রাম্প কখনোই করোনাভাইরাস মহামারীকে পাত্তা দেননি। তারপর তিনি নিজেই করোনায় অসুস্থ হয়ে পড়েন এবং ‘সুপার স্প্রেডার’ হয়ে অসংখ্য মানুষকে সংক্রমিত করেছেন।
তবে ট্রাম্প নির্বাচনে পরাজয় স্বীকার না করায় তার সমালোচনা করলেও ম্যাগাজিনটির ভাষায় “এতে বিস্মিত হবার কিছু নেই, কারণ ট্রাম্পের অধীনে কিছুই স্বাভাবিক নয়। তিনি ব্যাপক নির্বাচনী জালিয়াতির কথা বলছেন, যদিও এর স্বপক্ষে কোন প্রমাণ নেই। ট্রাম্প যেভাবে প্রেসিডেন্ট হয়েছিলেন, তেমনিভাবে পরাজিতও হয়েছেন। সৌন্দর্য এবং মর্যাদাবোধ ছাড়াই।
গৃহযুদ্ধের সময় থেকেও এখন দেশটি বেশি বিভক্ত। এটি ট্রাম্পের রাজনীতির কুফল হিসেবে হয়নি, এটাই তাদের লক্ষ্য ছিল।”