1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে নাম নেই নরেন্দ্র মোদির - Dainik Deshbani
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে নাম নেই নরেন্দ্র মোদির

Maharaj Hossain
  • শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

আর মাত্র দুই দিন পর যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্বনেতাদের। অতিথিদের তালিকায় স্থান পেয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকে। তবে আমন্ত্রণ পাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পলিটিকোর প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে সৌজন্যমূলকভাবে বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণ থাকে। সাধারণত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হয় না। তবে ট্রাম্প প্রচলিত রীতিনীতির অতটা তোয়াক্কা করেন না। তিনি তার শপথ অনুষ্ঠানে অনেক বিদেশি নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন।

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অতিথিদের তালিকায় দেখা গেছে, সেখানে রয়েছে ইউরোপ, এশিয়া ও উত্তর আমেরিকার অনেক রাষ্ট্রপ্রধানের নাম। এমনকি বিভিন্ন দেশের অনেক কট্টর ডানপন্থি ও জাতীয়তাবাদী রাজনীতিবিদদের আমন্ত্রণ জানাতে দেখা গেছে। তালিকায় রয়েছে চীনের প্রেসিডেন্ট শি-জিনপিংয়ের নামও। তবে ট্রাম্পকে ‘বন্ধু’ সম্বোধনকারী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম সেখানে নেই।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর বলেছেন, তিনি ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তবে নরেন্দ্র মোদির নাম না থাকার বিষয়টি চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র রণধীর জয়সোয়াল বিষয়টি এড়িয়ে যান।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব