গত ৯ ফেব্রুয়ারি নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনাভাইরাসের (কভিড-১৯) টিকা নেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। টিকা নেওয়ার ৩৪ দিন পর বিশ্ববিদ্যালয়ের করোনা শনাক্তকরণ ল্যাবে পরীক্ষার পর তার করোনা পজিটিভ আসে।
আজ মঙ্গলবার সকালে করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন উপাচার্য নিজেই।
উপাচার্য কালের কণ্ঠকে বলেন, করোনা আক্রান্ত হলেও শরীর অনেকটাই স্বাভাবিক আছে। সুস্থতার জন্য সবার নিকট দোয়া চেয়েছেন তিনি।