1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:১৫ অপরাহ্ন

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

নিজস্ব সংবাদদাতা
  • মঙ্গলবার, ২৫ মে, ২০২১

দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

দুইটি পরিবর্তন নিয়ে আজ মাঠে নেমেছে টাইগাররা। পেসার তাসকিন আহমেদের জায়গায় দলে ডাক পেয়েছেন শরিফুল ইসলাম। ওয়ানডেতে আজ অভিষেক হচ্ছে তার। বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন, দলে এসেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। প্রথম ম্যাচে যে দলটি খেলেছে, আজও সেই দল নিয়েই মাঠে নেমেছে সফরকারীরা।

টাইগারের সামনে নতুন ইতিহাসের হাতছানি। শ্রীলঙ্কার বিপক্ষে আজ জিতলেই ঘুচিয়ে যাবে দীর্ঘদিনের আক্ষেপ। ক্রিকেটের অন্যতম পরাশক্তি শ্রীলঙ্কার বিপক্ষে অনেক সুখস্মৃতি আছে টাইগারদের। তবে তাদের বিপক্ষে কখনই ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। আজ জিতলেই সিরিজ বিজয় নিশ্চিত হয়ে যাবে টাইগারদের।

বাংলাদেশের আজকের একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব