1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন

জেরুজালেমে আবারও ফিলিস্তিনি মুসল্লিদের ওপর ইহুদিদের হামলা

নিজস্ব সংবাদদাতা
  • রবিবার, ৯ মে, ২০২১

জেরুজালেমে আবারও ফিলিস্তিনি মুসল্লিদের ওপর ইহুদিদের হামলা

জেরুজালেমে অবস্থিত পবিত্র মসজিদ আল-আকসায় লাইলাতুল কদরের নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের ওপর শনিবার রাতেও ভয়াবহ হামলা চালিয়েছে কট্টরপন্থী ইহুদি ও ইসরাইলি সেনারা।

জেরুজালেমে টানা দ্বিতীয় রাতের মতো ইসরাইলি বাহিনী এবং ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ অনেক ফিলিস্তিনি আহত হয়েছেন। খবর বিবিসির।

বিক্ষোভকারীরা এ সময় ইসরাইলি পুলিশকে প্রতিহত করতে ইটপাটকেল ছুঁড়েছে এবং পুরনো শহরের দামেস্ক গেটের কাছে আগুন জ্বালিয়ে দেয়। ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের ওপর স্টান গ্রেনেড এবং জলকামান ব্যবহার করেছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, সংঘর্ষে অন্তত ৮০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন, ্এদর মধ্যে গুরুতর আহত ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তাদের এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

ইহুদি বসতি স্থাপনের জন্য পূর্ব জেরুজালেমের বাড়িঘর থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার আশঙ্কায় সেখানে বেশ কয়েকদিন ধরে উত্তেজনা চলছে, তারই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনের মতো এই সহিংসতার ঘটনা ঘটল।

শুক্রবার রাতে আল-আকসা মসজিদের কাছে সহিংসতায় শতাধিক ফিলিস্তিনি এবং অন্তত ১৭ জন ইসরাইলি পুলিশ আহত হয়েছে বলে স্বাস্থ্যকর্মী এবং পুলিশ জানিয়েছে।

জেরুজালেমের আল-আকসা মসজিদ মুসলমান ধর্মাবলম্বীদের কাছে ইসলামের অন্যতম প্রধান কেন্দ্র, কিন্তু সেটি এলাকাটি ইহুদি ধর্মাবলম্বীদেরও একটি তীর্থস্থান, যাকে টেম্পল মাউন্ট বলা হয়।

এই এলাকায় প্রায়ই দুই পক্ষের মধ্যে সহিংসতার ঘটনা ঘটে, তবে শুক্রবারের সহিংসতা ছিল এই বছরের মধ্যে সবচেয়ে বেশি তীব্র।

মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনায় ভূমিকা রাখা যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া এবং জাতিসংঘ এই সহিংসতার ব্যাপারে ‘গভীর উদ্বেগ’ জানিয়েছে।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব