দৈনিক নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণের সময় ঢাকা দক্ষিণের সাবেক এই মেয়র প্রার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।
বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণের সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেন অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন।
মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তার জামিন মঞ্জুর করেন বলে তার আইনজীবী তাহেরুল ইসলাম জানান।
গত ৬ এপ্রিল ঢাকার মতিঝিল এলাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণের সময় বিএনপি নেতা ইশরাক হোসেন জামিন পেয়েছেন। গ্রেপ্তার করে পুলিশ।
পরে ওই দিনই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, ২০২০ সালের ১২ নভেম্বর ঢাকা ১৮ আসনের উপ-নির্বাচনের সময় অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় ইশরাকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বিচারাধীন ছিল।