দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ১১টি আসন পেয়েছে। তবে নির্বাচিত এমপিরা আগামীকাল শপথ নাও নিতে পারেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দৈনিক দেশবাণীকে তিনি বলেন, কাল শপথ নাও নিতে পারি। পরশু আমরা বসে সিদ্ধান্ত নেবো। এরপর আমরা সিদ্ধান্ত জানাবো, আমরা শপথ নিবো কি না।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বরাবরের তো জাতীয় পার্টি (জাপা) ছিল আলোচনায়। বিএনপির নির্বাচন বর্জনের মধ্যে জাপার নির্বাচনে আসা না আসা নিয়েও ছিল দোলাচল। জিএম কাদের ও রওশন এরশাদের অনেক নাটকীয়তার পর ক্ষমতাসীনদের সঙ্গে সমঝোতা করে নির্বাচনে আসে দলটি। সেই সমঝোতার ২৬ আসনের মধ্যে মাত্র ১১টিতে জয় পেয়েছে।
সাধারণ জনগণের আলোচনাতে উঠে এসেছে জাতীয় পার্টি এখন আবার নতুন নাটকীয়তা শুরু করেছে। এসব নাটকীয়তা কথা জনগণের মধ্যে আলোচনার ঝড় তুলছে।