1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৪০ অপরাহ্ন

ছাদখোলা বাসেই বাফুফে ভবনে আসবে চ্যাম্পিয়ন মেয়েরা

নিজস্ব সংবাদদাতা
  • বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

২০২২ সালের মতো এবারও দক্ষিণ এশিয়া চ্যাম্পিয়ন মেয়েদের ছাদখোলা বাসে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মতিঝিল বাফুফে ভবনে আনা হবে।

চ্যাম্পিয়ন মেয়েরা নেপালের কাঠমান্ডু থেকে দুপুর সোয়া ২টায় ঢাকায় এসে পৌঁছবে। মেয়েদের জন্য বিআরটিসির একটি ছাদখোলা বাস তৈরি করা হচ্ছে বলে বাফুফে সূত্র নিশ্চিত করেছে।

২০২২ সালে বিআরটিসির যে দোতলা বাসটির ছাদ খুলে ফেলা হয়েছিল সে বাসটি সেভাবেই পড়েছিল মতিঝিল ডিপোতে। বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার পর ওই বাসটির ধোয়ামোছার কাজ শুরু হয়েছে। সকালে নতুনভাবে বিজয়ী মেয়েদের ছবি সংবলিত স্টিকার বাসে সেঁটে দেওয়া হবে।

যুব ও ক্রীড়া উপদেষ্টা বিকেলে বাফুফে ভবনে চ্যাম্পিয়ন মেয়েদের জন্য অপেক্ষা করবেন। সাবিনারা ভবনে আসলে তাদের স্বাগত জানাবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি এরই মধ্যে টেলিফোনে চ্যাম্পিয়ন মেয়েদের সাথে কথা বলে তাদের অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশ নারী ফুটবল দল বুধবার কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রেখেছে।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব