1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি নিয়ে ভারত-পাকিস্তানে নতুন বিবাদ - Dainik Deshbani
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ খবর

চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি নিয়ে ভারত-পাকিস্তানে নতুন বিবাদ

Maharaj Hossain
  • মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেটকে কেন্দ্র করে নতুন উত্তেজনা মাত্রা ছড়িয়েছে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতের জার্সিতে ‘পাকিস্তান’ (আয়োজক দেশের নাম) লেখা মুছে ফেলার জন্য বিসিসিআইয়ের দাবির খবর প্রকাশিত হওয়ার পর, বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তীব্র অসন্তোষ প্রকাশ করেছে।

চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ক্ষেত্রে পাকিস্তান ও দুবাইয়ের মধ্যে একটি হাইব্রিড মডেল মেনে নিলেও, বিসিসিআই তাদের অবস্থানে অনড়। ভারতীয় দল তাদের ম্যাচগুলো দুবাইয়ে খেলবে এবং পাকিস্তানে সফর করবে না। তবে এবার নতুন বিতর্কের জন্ম দিয়েছে আয়োজক দেশের নাম ভারতের জার্সিতে না রাখার অদ্ভুত দাবি নিয়ে।

পিসিবির একজন কর্মকর্তা সংবাদ সংস্থা আইএএনএস-কে জানিয়েছেন, বিসিসিআই ক্রিকেটে রাজনীতি নিয়ে আসছে। তিনি বলেন, ‘বিসিসিআই ক্রিকেটে রাজনীতি টেনে আনছে, যা খেলাধুলার জন্য মোটেও ভালো নয়। তারা পাকিস্তানে সফর করতে চায়নি, এখন আয়োজক দেশের নাম জার্সিতে রাখতেও নারাজ। আমরা আশা করি আইসিসি এটি মেনে নেবে না এবং পাকিস্তানের পাশে দাঁড়াবে।’

এছাড়াও বিসিসিআই আগেই জানিয়ে দিয়েছিল যে অধিনায়ক রোহিত শর্মা পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন না। পিসিবি এই সিদ্ধান্তকেও খেলায় রাজনীতির মিশ্রণ হিসেবে দেখছে।

এছাড়াও সম্প্রতি ভারত-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিতর্কের ধারাবাহিকতা বেড়েই চলছে। বিসিসিআইয়ের জার্সি বিতর্ক নিয়ে উত্তেজনা ছড়ানোর আগেই পাকিস্তান আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে একাধিক বিতর্ক হয়েছে। ভারতের পাকিস্তান সফর নিয়ে বিসিসিআইয়ের আপত্তির পর, হাইব্রিড মডেল গ্রহণ করতে বাধ্য হয় পিসিবি। তবে এর ফলে ভবিষ্যতে পাকিস্তানও ভারতের মাটিতে আইসিসি আয়োজিত কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ না করার সিদ্ধান্তও আসে।

পিসিবি আশা করছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই বিতর্ক মেটাতে নিরপেক্ষ ভূমিকা পালন করবে। তবে বিসিসিআইয়ের শক্তিশালী অবস্থানের কারণে এই ইস্যু দীর্ঘমেয়াদে ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্ককে আরও তিক্ত করতে পারে।

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর মাত্র এক মাস বাকি। তবে বিতর্কের আগুন নিভে যাওয়ার কোনো লক্ষণ নেই।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব