1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৪৭ অপরাহ্ন

চুয়াডাঙ্গা আলমডাঙ্গা ইউপি নির্বাচন সুষ্ঠ অবাধ ও নিরপেক্ষ হবে, ব্রিফিং প্যারেডে এসপি জাইদুল ইসলাম

নিজস্ব সংবাদদাতা
  • শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

আজ ২৮শে নভেম্বর আলমডাঙ্গা উপজেলার ১৩ টি ইউনিয়নে ১২৭টি ভোট কেন্দ্রে সকাল আটটা থেকে বিকাল চারটা পযর্ন্ত ভোট গ্রহণ চলবে।ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে পুলিশ,আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনী।

গতকাল শনিবার সকাল এগোর টায় আলমডাঙ্গা সরকারি পাইলট হাইস্কুলের এটিম মাঠে, আলমডাঙ্গা থানার আয়োজনে ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

আইন শৃঙ্খলা রক্ষায় ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মানবিক পুলিশ জাহিদুল ইসলাম।এসময় তিনি বলেন, আগামীকাল ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণার্থে সংশ্লিষ্ট পুলিশ অফিসার, ফোর্স ও সকল আনসার সদস্যদের ভোট কেন্দ্র সমূহের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ভোট গ্রহণ শতভাগ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। ব্যক্তি ও দলের উর্ধ্বে থেকে দায়িত্ব পালনে ভোট গ্রহণ সুষ্ঠু করতে যা যা করনীয় তাই করতে হবে। ইতোমধ্যেই সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কারো গাফলতির কারণে ভোট গ্রহণ বিঘ্নিত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
চুয়াডাঙ্গা আলমডাঙ্গা মানুষ আমাকে মানবিক পুলিশ সুপার হিসেবে জানে, তাই আমাকে অমানবিক কাজ যেন করতে না হয় , আপনারা সবাই আমাকে তথ্য দিয়ে সহযোগিতা প্রদান করবেন।পুলিশ ও আনসার সদস্য কোন প্রার্থী বা নেতার কিছু নিবে না। আলমডাঙ্গার ইউপি নির্বাচন শতভাগ সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ হবে।

এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলে

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব