লালমনিরহাটের হাতীবান্ধায় আড়তে দূধর্ষ চুরি করে ভুক্তভোগী ব্যবসায়ী জাহিদুল ইসলামকে হত্যার হুমকি দেওয়ায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে কাঁচামাল ব্যবসায়ীরা। এতে চুরির সাথে জড়িত মূলহোতা লুৎফর রহমান লাদেনের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান বক্তারা।
রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদ গেটে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এর আগে সকাল সাড়ে দশটায় উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিন শেষে মানববন্ধনে অংশ নেন।
এদিকে মানববন্ধন শেষে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্বারকলিপি জমা দেন কাঁচামাল ব্যবসায়ীরা।
মানবন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধার সন্তান দুলাল মিয়া, কাঁচামাল ব্যবসায়ী মমিনুর রহমান, আ: কুদ্দুস, মাহবুল ইসলাম, মহসিন আলী ও মৎস ব্যবসায়ী নাসির প্রমূখ।
প্রসঙ্গত, গত বুধবার ভোরে মুক্তিযোদ্ধা বাজারের শাহিন বানিজ্যলয় কাঁচামালের আড়ত থেকে প্রায় ২ লক্ষ ৩১ হাজার টাকা চুরির অভিযোগে লুৎফর রহমান লাদেন, হৃদয় ও হাতেম আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তকারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।