1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
চীনে ভূমিকম্পে মৃত্যু শত ছুঁইছুঁই, একের পর এক মিলছে মরদেহ - Dainik Deshbani
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন

চীনে ভূমিকম্পে মৃত্যু শত ছুঁইছুঁই, একের পর এক মিলছে মরদেহ

নিজস্ব সংবাদদাতা
  • মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি এলাকা। ছবি : সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে তছনছ চীনের জিজাং স্বায়ত্তশাসিত অঞ্চল। একের পর এক মিলছে মরদেহ। সর্বশেষ খবর অনুযায়ী ৯৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ আরও বহু মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বলে ধারণা করছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় আরও ১৩০ জন আহত হয়েছেন। আঞ্চলিক দুর্যোগ ত্রাণ সদর দপ্তর উদ্ধার অভিযান তদারক করছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সব দপ্তরকে জরুরি ভিত্তিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বেইজিং সময় সকাল ৯টা ৫ মিনিটে অঞ্চলটিতে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮। বিষয়টি শিনহুয়াকে নিশ্চিত করেছে আঞ্চলিক দুর্যোগ ত্রাণ সদর দপ্তর।

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, কম্পনের এপিসেন্টার ছিল ২৮.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭.৪৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূমিকম্পটি ১০ ​​কিলোমিটার গভীরে আঘাত হানে।

এদিকে মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকাল ৭টা ৫ মিনিটে রাজধানী ঢাকাসহ সারা দেশে এ ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটানেও ভূমিকম্পটি অনুভূত হয়েছে। চীনের ভূমিকম্পের প্রভাবে এ তিন দেশে কম্পন অনুভূত হয়।

তবে মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা (ইউএসজিএস) ও ভলকানো ডিসকভারি রিখটার স্কেলের মাত্রা নিয়ে ভিন্ন তথ্য জানিয়েছে। তারা বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল চীনের জিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলে (তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল)। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.১। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব