তাইওয়ানকে চীন থেকে বিচ্ছিন্ন করার অভিপ্রায়ে দিন দিন সেখানকার ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি- ডিপিপি ও বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা বাড়ছে। এ প্রেক্ষাপটে সতর্কতা হিসেবে সোমবার তাইওয়ানের চারপাশে যুদ্ধের মহড়া দিয়েছে চীন। এতে চীনের সেনা, নৌ, বিমান বাহিনী ও কোস্ট গার্ড অংশ নেয়।
Pause
Unmute
Remaining Time -10:08
Unibots.com
এই যুদ্ধমহড়ার মধ্য দিয়ে তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের স্বপ্নভঙ্গ হয়েছে বলে মনে করছেন এক চীন নীতির অনুসারীরা। এর সপক্ষে বুধবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিএমজি’র সাথে সংশ্লিষ্ট প্রভাবশালী সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ‘রিয়ুট্যানশ্যান’-এর মতামতধর্মী একটি লেখা প্রকাশ করেছে সিসিটিভি। ওই লেখায় বলা হয়, যুদ্ধমহড়াটি তাইওয়ানের ক্ষমতাসীন ডিপিপি’র নেতা লাই চিং-খা’র সাম্প্রতিক বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরাসরি আঘাত হেনেছে। চীন বুঝিয়ে দিয়েছে যে, তাইওয়ানকে বিচ্ছিন্ন করার চেষ্টা হলে তার শাস্তি হবে ভয়াবহ। এতে বিচ্ছিন্নতাবাদীদের স্বাধীনতার বিভ্রম ছিন্নভিন্ন হয়ে গেছে।
‘রিয়ুট্যানশ্যান’-এর লেখায় বলা হয়, চীন এই মহড়ার মাধ্যমে এটাও বুঝিয়ে দিয়েছে যে, বিচ্ছিন্নতাবাদীদের জবাবদিহিতা থেকে দায়মুক্তির কোনো সুযোগ নেই। তাইওয়ানের স্বাধীনতা এমন এক স্বপ্নকল্পনা যার পতন অনিবার্য। এ ধরনের অমূলক স্বপ্ন বাস্তবায়নের চেষ্টাকে কীভাবে দমন করা হবে তার জোরালো প্রদর্শনী ছিল মহড়াটি।
‘রিয়ুট্যানশ্যান’-এর মতে, তাইওয়ান কখনো স্বাধীন হওয়ার চেষ্টা চালালে চীনের বাহিনী এমন ক্ষিপ্রতায় প্রতিক্রয়া দেখাবে যে, তাইওয়ানের প্রতিরক্ষা বাহিনী পাল্টা প্রতিক্রিয়া দেখানোরই সুযোগ পাবে না। তাদের দ্রুততার সাথে অবরুদ্ধ করে নিশ্চিত করা হবে, যাতে সংঘাত দীর্ঘস্থায়ী না হয়।