মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা ম্প নির্বাচনী প্রচারণায় দেওয়া চীনের ওপর শুল্ক আরোপের হুমকি থেকে সরে এসে বলেছেন, আপাতত চীনের ওপর শুল্ক আরোপের কোনো পরিকল্পনা নেই। শুক্রবার (২৪ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় চীনের ওপর কঠোর বাণিজ্য নীতি গ্রহণের ঘোষণা দেন ট্রাম্প। সে সময় তিনি হুমকি দিয়েছিলেন, চীনের ওপর ৬০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে।
এমন কি সোমবার (২০ জানুয়ারি) দায়িত্ব গ্রহণের পরও জানিয়েছিলেন, ১ ফেব্রুয়ারি থেকে চীন থেকে আমদানি হওয়া সব পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চীনের ওপর আমাদের বেশ বড় কর্তৃত্ব রয়েছে। সেটি হচ্ছে শুল্ক (আরোপের হুমকি)। তারা চায় না আমরা শুল্ক বসাই। আমিও আপাতত চাই না। কিন্তু এই ক্ষমতা আমাদের আছে, যা চীনের ওপর বিশাল এক চাপ।
ট্রাম্পের এই মন্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, তিনি আপাতত চীনের সঙ্গে উত্তেজনা বাড়াতে চান না।
শুক্রবার (২৪ জানুয়ারি) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক বিবৃতিতে বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা দুই দেশের জন্যই উপকারী।
তিনি আরও বলেন, বাণিজ্য ও শুল্ক যুদ্ধে কেউ জয়ী হবে না। এটি কারও স্বার্থের জন্যই ভালো হবে না। বৈশ্বিক স্বার্থের জন্যও না। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান মতপার্থক্য সংলাপ এবং পরামর্শের মাধ্যমে সমাধানের আহ্বান জানান তিনি।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই অবস্থান পরিবর্তনের পেছনে বেশ কয়েকটি কারণ থাকতে পারে। শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের ভোক্তা ও ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হতে পারেন। পাশাপাশি বৈশ্বিক অর্থনীতির ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে, ট্রাম্পের এই মন্তব্যে দুই দেশের বাণিজ্য সম্পর্ক স্বাভাবিক করার একটি সম্ভাবনা দেখা দিয়েছে বলে মনে করছেন তারা।
প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর থেকে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য সম্পর্ক ক্রমাগত উত্তপ্ত হয়ে উঠেছে। নির্বাচনী প্রচারণার সময় চীনের ওপর কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু দায়িত্ব গ্রহণের পর থেকে দেখা যাচ্ছে, বাস্তবিক পরিস্থিতি তাকে কিছুটা নমনীয় হতে বাধ্য করছে।
এই পরিস্থিতি দুই দেশের ভবিষ্যৎ বাণিজ্য নীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন পর্যবেক্ষকরা।