1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:২১ পূর্বাহ্ন

চালকের দক্ষতায় দুর্ঘটনা থেকে রক্ষা মহানগর ট্রেনের

নিজস্ব সংবাদদাতা
  • বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

চালকের দক্ষতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর মহানগর গোধূলি ট্রেনটি। বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও ইমামবাড়ি স্টেশনের মাঝামাঝি স্থানে লেভেল ক্রসিংয়ে ট্রাক্টর আটকে গেলে ট্রেনটি দুর্ঘটনার মুখে পড়ে। তবে চালক ট্রেন থামিয়ে ফেলায় কোনো ধরনের ক্ষতি হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে ট্রেনটি কসবা স্টেশন পার হয়। কিছু দূরে লেভেল ক্রসিংয়ে আটকা ছিল ইটবাহী ট্রাক্টর। চালক এস এম আবুল হাসেম জরুরি ব্র্যাক চেপে ট্রেনটি দাঁড় করিয়ে ফেলেন। পরে লেভেল ক্রসিং থেকে ট্রাক্টরটি সরানো হলে ২০ মিনিট পর ট্রেনটি পরবর্তী গন্তব্যস্থল আখাউড়ার উদ্দেশে ছেড়ে আসে।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, চালকের দক্ষতার কারণে কোনো ধরনের ক্ষতি হয়নি।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব